এমটিনিউজ২৪ ডেস্ক : সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীর বাসভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ৮টায় সিলেট নগরের কুমারপাড়াস্থ বাসভবনে মেয়রের শয়নকক্ষের পাশের কক্ষে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে কক্ষে থাকা বেশ কিছু মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। সিলেট সিটি করপোরেশনের গণসংযোগ কর্মকর্তা আবদুল আলিম শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ৮টার দিকে মেয়রের শয়নকক্ষের পাশের কক্ষে আগুন জ্বলতে দেখা যায়। তাৎক্ষণিক সিলেট তালতলাস্থ দমকল বাহিনীকে জানালে তারা রাত ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করেন। তবে কীভাবে আগুন লেগেছে তা তিনি জানাতে পারেননি।
সিলেট তালতলাস্থ দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা বেলাল আহমেদ বলেন, সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর বাসভবনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করি। কীভাবে আগুন লাগলো বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখছি। তবে সময় মতো দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।