এমটিনিউজ ডেস্ক: গ্রেফতার এড়াতে দেশ-বিদেশে আত্মগোপনে ছিলেন দীর্ঘ ৩৩ বছর। তারপরও শেষ রক্ষা হলো না। হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাসুক আহমদ (৫৬) নামের ওই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ আগস্ট) বিকেলে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে ভোরের দিকে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানাপুলিশের একটি দল উপজেলার করগাঁও এলাকায় অভিযান চালিয়ে মাসুক আহমদকে গ্রেফতার করে। তিনি করগাঁও এলাকার চরন মিয়ার ছেলে।
সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) সম্রাট তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ১৯৯০ সালে ৭ নম্বর লক্ষ্মনাবন্দ ইউনিয়নের করগাঁও এলাকার হাছন আলীর ছেলে আব্দুস সালামকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাতে হত্যা করেন মাসুক।
এ ঘটনায় একই বছরের ১৩ এপ্রিল গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করা হয়। ঘটনার পরপরই আসামি ভারতে পালিয়ে আত্মগোপনে চলে যান। এ দীর্ঘ আত্মগোপনের কিছুসময় তিনি সৌদি আরবেও অবস্থান করেন। সম্প্রতি বোনের কুলখানিতে অংশ নিতে দেশে আসেন মাসুক। তিনি বোরকা পরে ছদ্মবেশে এলাকায় প্রবেশ করেন। খবর পেয়ে গোলাপগঞ্জ থানাপুলিশ তাকে গ্রেফতার করে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গ্রেফতার মাসুককে আজই আদালতে তোলা হয়। পরে বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।