মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:৪৯:২৪

সিলেট বিএনপিতে ক্ষণে-ক্ষণে বদলাচ্ছে দৃশ্যপট

সিলেট বিএনপিতে ক্ষণে-ক্ষণে বদলাচ্ছে দৃশ্যপট

ওয়েছ খছরু, সিলেট থেকে : এ যেন রীতিমতো ভোটযুদ্ধ। ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থীরা। করছেন ভোট প্রার্থনা। প্রার্থীদের পক্ষে টিম গঠন করে চলছে প্রচারণা। সামাজিক মাধ্যমেও উঠেছে প্রচারণার ঝড়। দিন নেই, রাত নেই প্রচারণার কোনো কমতি নেই। চলছে বৈঠকের পর বৈঠক। গ্রুপিং-লবিং তুঙ্গে। ক্ষণে-ক্ষণে বদলাচ্ছে দৃশ্যপট।

এই অবস্থা এখন সিলেট বিএনপি’র। কাউন্সিলকে ঘিরেই শুরু হয়েছে ভোটের প্রস্তুতি। কোনো ছাড় নয়, কাউন্সিলররা যাকে ভোট দেবেন তিনি পাবেন আগামী দিনের সিলেট বিএনপি’র দায়িত্ব। ২০১৪ সালের মাঝামাঝি সময়ে সিলেট জেলা ও মহানগর বিএনপি’র পুরাতন কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। এরপর টানা আন্দোলনে বিপর্যস্ত হয়ে পড়েছিল দলটি। গ্রেপ্তার, পলাতক থেকে থেকে অনেকেই হয়ে পড়েছিলেন নিষ্ক্রিয়।

 এখনও কারাবাস করছেন অনেকেই। গেল পৌরসভা নির্বাচনেও দলের নেতাকর্মীরা পুরোপুরি মাঠে নামতে পারেননি। এতোসব যাঁতাকলের ভিড়ে স্বল্পদিনে ঘুরে দাঁড়িয়েছে সিলেট বিএনপি। আগামী ৬ই ফেব্রুয়ারি কাউন্সিল। কিন্তু ইতিমধ্যে সিলেটের সব মহলে আলোচনা শুরু হয়েছে এই কাউন্সিলকে ঘিরে। প্রচারণাও পরখ করছেন নগরবাসী। এ নিয়ে শুধু দলের নেতা-কর্মীরাই নয়, সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। কর্মী-সমর্থকদের নিয়ে ইতিমধ্যে অনেকটা শোডাউন করে মনোনয়ন সংগ্রহ ও জমা দেয়া হয়েছে।

সিলেট জেলা বিএনপি’র সভাপতি পদে এ পর্যন্ত দুই নেতা জোরেশোরে প্রচারণায় নেমেছেন। এরা হলেন, সিলেট জেলা বিএনপি’র ইলিয়াস আলী গঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম, বর্তমান কমিটির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল কাহের শামীম। ইতিমধ্যে এই দুই নেতা সিলেটের ১৭টি সাংগঠনিক ইউনিট চষে বেড়িয়েছেন। তারা প্রতিটি জেলা, পৌর ও থানায় গিয়ে প্রার্থীদের কাছে ভোট প্রার্থনা করে এসেছেন। কাউন্সিলের আগে তারা আরেক দফা কাউন্সিলরদের কাছে ছুটে যাবেন বলে নেতাকর্মীরা জানিয়েছেন।

গতকাল সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম জানিয়েছেন, তিনি ইতিমধ্যে কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ করেছেন। এখন জেলা বিএনপি’র সিনিয়র নেতারা তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। এরপর মনোনয়নপত্র জমা দেয়া হবে। তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক দল। এই দেশের গণতন্ত্রের সুদীর্ঘ ইতিহাসে বিএনপি’র ভূমিকা বেশি। সুতরাং বিএনপি গণতান্ত্রিকভাবে দল গঠনের কাজ করছে। এতে করে দল উপকৃত হচ্ছে।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শামসুজ্জামান জামানের মনোনয়নপত্র গতকাল সংগ্রহ করা হয়েছে। বিএনপি’র সিনিয়র কয়েকজন নেতা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। আন্দোলন সংগ্রামের সময় জামান কয়েকটি মামলার আসামি হওয়ার পর থেকে লন্ডনে অবস্থান করছেন। ওখান থেকে তিনি তার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

তার সমর্থকরা জানিয়েছেন, ইতিমধ্যে জামানের পক্ষে ১০ টি কমিটি গঠন করা হয়েছে। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এসব কমিটি গঠন করে প্রচারণা চালানো হচ্ছে। গতকাল ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সিনিয়র নেতা আবদুল কাইয়ূম জানিয়েছেন, এডভোকেট জামান দলের ত্যাগী নেতা। যার পক্ষেই যেখানেই ভোট প্রার্থনা করা হচ্ছে সেখানেই মিলছে সাড়া।

তিনি বলেন, কাউন্সিলররা সচেতন। তারা বিএনপি’র নেতৃত্ব নির্বাচনে কখনোই ভুল করবেন না। জেলার সাধারণ সম্পাদক পদে রয়েছেন আরেক ত্যাগী নেতা আলী আহমদ। তিনি ইতিমধ্যে সিলেটের সবক’টি উপজেলা, থানা ও পৌরসভা নিজে সফর করেছেন। সব ভোটারের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন। আলী আহমদ গতকাল জানিয়েছেন, এই কাউন্সিলে কে জয়ী কে পরাজিত হবেন সেটি বেশি মুখ্য হবে না, মুখ্য হবে কাউন্সিলের মাধ্যমে সিলেটে বিএনপি অনেক বেশি এগিয়ে যাবে।

কাউন্সিলের জন্য সিলেট বিএনপি’র নেতা যে প্রচারণা চালাচ্ছেন সেই প্রচারণা ও কাউন্সিল গোটা দেশের রাজনীতিতে চমক হয়ে দাঁড়াবে। আর এতে করে দলের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এদিকে, জেলার সাংগঠনিক সম্পাদক পদেও বেশ কয়েকটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এবার কারাগার থেকে নির্বাচন করছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা আবদুল আহাদ খান। ইতিমধ্যে তার পক্ষে মনোনয়পত্র সংগ্রহ করে জমা দেয়া হয়েছে।

তার পক্ষে ফেঞ্চুগঞ্জ বিএনপি’র নেতারা ভোট প্রচারণায় রয়েছে। ভোটের জন্য অবিরাম প্রচারণা চালাচ্ছেন সিলেট জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুর রব ফয়সল। তিনি বলেন, তিনি ইতিমধ্যে ভোটারদের কাছে গেছেন এবং ভোট প্রার্থনা করেছেন। গতকাল ভোট প্রার্থনায় জকিগঞ্জে অবস্থান করছিলেন আরেক সাংগঠনিক সম্পাদক পদ প্রার্থী ময়নুল হক।

তিনি জানিয়েছেন, ইলিয়াস আলীর হাতে গড়া বিএনপির’ নেতাকর্মীরা তার পক্ষে বিপুল সমর্থন দিচ্ছেন। এর আগে তিনি জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ সফর করেছেন বলে জানান। জেলার মতো মহানগর বিএনপিতেও বইছে নির্বাচনী হাওয়া। গাড়ি নিয়ে প্রার্থীদের সঙ্গে সঙ্গে ভোটারের বাড়ি বাড়ি ছুটে যাচ্ছেন প্রার্থীরা।

মহানগর বিএনপি’র সভাপতি পদে বর্তমান আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন ও সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জালালী প্রচারণায় রয়েছেন। তাদের পক্ষেও নেতাকর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

এছাড়া, মহানগর সাধারণ সম্পাদক পদে ইতিমধ্যে জোরেশোরে প্রচারণায় রয়েছেন বর্তমান যুগ্ম আহ্বায়ক বদরুজ্জামান সেলিম, সাবেক অর্থ সম্পাদক সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী। বদরুজ্জামান সেলিম গতকাল তার সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বদরুজ্জামান সেলিম জানিয়েছেন, কাউন্সিলে নেতা নির্বাচিত হলে আর বিদ্রোহের অবকাশ থাকবে না। যারা দীর্ঘদিন বিএনপি’র মধ্যে ঝিমিয়ে ছিল তারাও কাউন্সিলকে ঘিরে সরব হয়েছেন। এতেই বোঝা যায় এক কাউন্সিলে কত বেশি এগিয়ে যাবে সিলেট বিএনপি। আরেক সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম এই সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট প্রার্থনায় ব্যস্ত রয়েছেন। তার পক্ষে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কয়েকটি দল ভোট প্রচারণায় রয়েছেন।

এদিকে, মাজার জিয়ারতের মাধ্যমে নিজের প্রচারণা শুরু করেছেন সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদি। তিনিও ভোটারের কাছে ছুটে যাচ্ছেন। এদিকে, মহানগর সাংগঠনিক সম্পাদক পদে দলের সাবেক যগ্ম সম্পাদক আজমল বখত সাদেকও প্রচারণা চালাচ্ছেন। সাদেক জানিয়েছেন, দলের দুর্দিনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। পাশাপাশি সবার সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলার চেষ্টা চালিয়েছি। এ কারণে এবার কাউন্সিলররা তাকে হতাশ করবেন না বলে মনে করেন তিনি। একই পদে হুমায়ূন কবির শাহীন, মিফতা সিদ্দকীও প্রচারণা চালাচ্ছেন।

জেলা ছাত্রদলের প্রচারণা: জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট সামসুজ্জামান জামানের পক্ষে এবার মাঠে নামলেন সিলেট জেলা ছাত্রদল নেতৃবৃন্দ। গত কদিন ধরে জেলা ছাত্রদলের সভাপতি এডভোকেট সাঈদ আহমদ ও সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না সিলেটের বিভিন্ন উপজেলার কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করছেন।

ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে সোমবার সকালে সিলেট জেলা ছাত্রদল নেতৃবৃন্দ প্রচারণা চালান ওসমানীনগর উপজেলায়। এ সময় তারা উপজেলা বিএনপি’র কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করেন। আসন্ন কাউন্সিলে অ্যাডভোকেট জামানকে বিজয়ী করার অনুরোধ জানান। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক রাহাত  চৌধুরী মুন্না, ওসমানী নগর বিএনপি’র সাধারণ সম্পাদক মানিক চেয়ারম্যান, জেলা ছাত্রদলনেতা রুজেল আহমদ, মিফতাহুল কবির মিফতা, জয়নাল আহমদ, জয়দেব চক্রবর্তী জয়ন্ত, সদরুল ইসলাম, তসির আলী, বদরুল আজাদ রানা ও আনোয়ার হুসেন সুজন প্রমুখ।

মনোনয়ন সংগ্রহ করলেন সেলিম: মহানগর বিএনপি’র সম্মেলনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার জন্য সোবহানীঘাটস্থ নির্বাচনী কার্যালয় থেকে মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও নির্বাচন পরিচালনা দায়িত্বপ্রাপ্ত আহমদুস সামাদের কাছ থেকে নমিনেশন সংগ্রহণ করেন বর্তমান মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সফল সদস্য সচিব বদরুজ্জামান সেলিম।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সালেহ আহমদ খছরু, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল গণি আরেফিন জিল্লুর, মহানগর বিএনপি’র সাবেক সহ-দপ্তর সম্পাদক মাহবুব কাদির শাহী, বিএনপি নেতা হাজী মিলাদ আহমদ, ১৬ নং বিএনপি’র সভাপতি মোস্তাক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মির্জা বেলায়েত আহমদ লিটন, ১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জেবুল হোসেন ফাহিম, ১৫ নং ওয়ার্ড বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক আবদুস সত্তার আমিন, আবদুল মতিন, বিএনপি নেতা আশরাফ গাজী, হেলাল আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাফেক মাহবুব, সাবেক সহ-সভাপতি শাহ সাইদুর রহমান হিরু, সাজ্জাদ আহমদ, ওলিউর রহমান ড্যানি, মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, লিটন আহমদ, নাসির উদ্দিন রহিম, আলী আকবর রাজন, মাহবুব আহমদ, নাহিদ আহমদ, মাহমুদ হাসন প্রমুখ। মানবজমিন
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে