রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ১০:৫৮:৪৩

আগামীকাল বিদ্যুৎ থাকবে না যেসকল এলাকায়

আগামীকাল বিদ্যুৎ থাকবে না যেসকল এলাকায়

এমটিনিউজ২৪ ডেস্ক : জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেট মহানগরের কয়েকটি এলাকায় সোমবার (২০ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 রবিবার (১৯ নভেম্বর) বিকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়- সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ৮ ঘণ্টা সিলেট মহানগরের বনশ্রী আবাসিক এলাকা, আম্বরখানা, মজুমদারী, সৈয়দ মগনী, চৌকিদেখী রাস্তার পশ্চিম পাশ, লাক্কাতুরাস্থ বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম, ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্ট, লাক্কাতুরা, আবাদানি, বড়শালা, মংলিরপারসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
 
সাময়ীক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে