রাহিব ফয়ছল, সিলেট প্রতিনিধি: সিলেট জেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক জাকারিয়া মাহমুদকে ১৪ দিনের আটক করতে পারেনি পুলিশ। ফলে ২৪ জানুয়ারি নগরীর উপশহরে চাঁদাবাজির অভিযোগে তাকে ৫ ঘন্টার মধ্যে আটক করার ব্যাপারে স্থানীয় ব্যবসায়ীদেরকে দেওয়া এসএমপির অতিরিক্ত কমিশনার জেদান আল মুসার আশ্বাস ভেস্তে যায়।
তবে পুলিশের দাবি, জাকারিয়া মাহমুদকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। তবে উপশহরে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি কিংবা ভাঙচুরের ঘটনায় শাহপরাণ থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে জানানো হয়।
শাহপরাণ থানার ওসি নিজাম উদ্দিন জানান, জাকারিয়াকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। তবে তাকে খোঁজে পাওয়া যায়নি। জাকারিয়ার বিরুদ্ধে থানায় উপশহরের ঘটনায় লিখিত অভিযোগ না আসলে তার বিরুদ্ধে মারামারির ঘটনায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২৪ জানুয়ারি উপশহরে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি, হামলা ও ভাঙচুরের প্রতিবাদ ও জাকারিয়া আহমদসহ তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেন। সংবাদ পেয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা সেখানে গিয়ে ৫ ঘন্টার মধ্যে জাকারিয়াকে আটক করা হবে বলে আশ্বাস দেন ব্যবসায়ীদেরকে। এতে তারা অবরোধ তুলে নেন।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস