বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:০৪:৫৯

যা নিয়ে তারানা হালিমের আফসোস

যা নিয়ে তারানা হালিমের আফসোস

সিলেট : খেলাধুলায় কোনো মেডেল না পাওয়ায় আফসোস করলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।  মঙ্গলবার রাত ১০টার দিকে সিলেট নগরীর টিলাগড়ে কাউন্সিলর আজাদ কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে গিয়ে এ আফসোসের কথা জানান তিনি।

পাঁচ বছর বয়সেই তারকা বনে যান টেলিভিশনের এক সময়ের শিশুশিল্পী তারানা হালিম।  তিনি বলেন, আমি ক্লাসে সব সময় প্রথম অথবা দ্বিতীয় হয়েছি।  নাটক, সিনেমায়ও পুরস্কার পেয়েছি।  কিন্তু একটা আফসোস থেকেই গেল, খেলাধুলায় কখনো মেডেল পাইনি আমি।

তারানা হালিম বলেন, তবে এখন সেটা আর সম্ভব না।  যদি সম্ভব হতো তাহলে আপনাদের সঙ্গে খেলাধুলায় অংশ নিতাম।  যতোদিন তরুণদের হাতে দেশ থাকবে, ততদিন হারবে না ডিজিটাল বাংলাদেশ।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, ৯২ দিনের হরতাল-অবরোধে ব্যাপাক ক্ষতি হয়েছে।  কিন্তু এ ক্ষতি পুষিয়ে সরকার ঘুরে দাঁড়িয়েছে।

ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।  

১৯৭১ সালের পর চট্টগ্রামে আগ্রাবাদস্থ একটি প্রাথমিক বিদ্যালয়ে অল্প সময় পড়াশুনা করেন তারানা।  ১৯৮২ সালে রাজধানীর অগ্রণী বালিকা বিদ্যালয় থেকে এসএসসিতে প্রথম বিভাগে উত্তীর্ণ হন।  

১৯৮৪ সালে হলিক্রস কলেজ থেকে এইচএসসিতে প্রথম বিভাগে পাস করেন।  ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করে আইন পেশায় নিয়োজিত হন।
১৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে