রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৪২:২০

সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল

সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল

রাহিব ফয়ছল, সিলেট প্রতিনিধি : হৃদয় নিঙড়ানো ভালোবাসায় মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছে মানুষের ঢল। একুশের প্রথম প্রহরে বাংলা বর্ণমালার সৈনিকদের অবদান ও সংগ্রামের দিনগুলিকে স্মরণ করতে মানুষের ঢল নামে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে।

একুশের প্রথম প্রহরে হাজারো মানুষের শূন্যপদের আগমনে-স্রোতে জেগে উঠে স্মৃতির মিনার। মনোরম আল্পনা আঁকা পথ মাড়িয়ে শহীদ মিনার প্রাঙ্গণে ভিড় করেন তারা। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন সর্বস্তরের মানুষ। ফলে অল্পক্ষণেই ফুলে ফুলে ঢেকে যায় শহীদ মিনারের বেদী।

রাত ১২টা এক মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মিনার বাস্তবায়ন কমিটি’র পুষ্পস্তবক অর্পনের মধ্য শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিটের নেতৃবৃন্দ। মুক্তিযোদ্ধা সংসদের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পক্ষে আওয়ামী লীগ নেতৃবৃন্দ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

তারপর সিলেট সিটি করপোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ও কাউন্সিলবৃন্দ, বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, সিলেট জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা চেয়ারম্যান, আর আর এফ কমান্ড্যান্ট, আর্মড ব্যাটালিয়ন পুলিশ, জেলা ও মহানগর আওয়ামীলীগ, জেলা ও মহানগর বিএনপি, জেলা ও মহানগর ছাত্রলীগ, ছাত্রফ্রন্ট, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার ও আশপাশের এলাকায় সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করা হয়। রাত দশটার পর থেকেই বন্ধ করে দেওয়া হয় শহীদ মিনারের সামনের সড়কের যান চলাচল। শহীদ মিনার এলাকার বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি র‌্যাব ও সাদাপোশাকধারী বিভিন্ন সংস্থার সদস্যরাও নিরাপত্তার জন্য নিয়োজিত ছিলো।
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে