বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী, ২০২৫, ১০:০৯:২০

জুয়েলারি দোকানের তালা ভেঙে ২৫০ ভরি সোনা চুরি!

 জুয়েলারি দোকানের তালা ভেঙে ২৫০ ভরি সোনা চুরি!

এমটিনিউজ২৪ ডেস্ক : সিলেট নগরের অভিজাত আল হামরা শপিং সিটি মার্কেটের একটি জুয়েলারি দোকানের তালা ভেঙে ২৫০ ভরি সোনা চুরির অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৯ জানুয়ারি) দিবাগত রাত অথবা বৃহস্পতিবার ভো‌রে কোনো এক সময়িএ ঘটনা ঘটে।

জানা যায়, চোর আল হামরা শপিং সিটির চতুর্থ তলার নুরানি জুয়েলারি নামক দোকানের (নং-৪৩১, ৪৩৩ ও ৪৩৫) শাটারের তালা ভেঙে ২৫০ ভরি সোনা চুরি করে নিয়ে যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে দিয়ে যায়।

নুরানি জুয়েলারির স্বত্বাধিকারী দেওয়ান মো. জাবেদ চৌধুরী জানান, বুধবার রাতে দোকান বন্ধ করে যাওয়ার সময় প্রায় আড়াই শ ভরি সোনা ছিল দোকানে।

সকালে এসে দেখি শাটারের তালা পরিবর্তন করা। পরে তালা ভেঙে দোকানে প্রবেশ করে দেখি সব নিয়ে গেছে চোর। 
তিনি বলেন, দোকানে সিসিটিভি ক্যামেরা ছিল। কিন্তু চোরেরা যাওয়ার সময় সিসিটিভ ক্যামেরার ডিভিআর নিয়ে যায়।

যার ফলে চোর বা চোরদের এখন পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশ শপিংমলের অন্যান্য সিসিটিভ ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপক‌মিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশের একাধিক টিম কাজ করছে।

তিনি আরো বলেন, ‘প্রায় আড়াই শ ভরি সোনা চুরি হয়েছে বলে দোকানের মালিক মৌখিকভাবে অভিযোগ করেছেন।

ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটন করতে পারব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে