বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৩৭:৪৮

মার্কেটের সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠল ‘চাচা হাসু আপা কোথায়?’

মার্কেটের সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠল ‘চাচা হাসু আপা কোথায়?’

এমটিনিউজ২৪ ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় একটি মার্কেটের ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠেছে ‘চাচা হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?’ ইতিমধ্যে ভেসে ওঠা এই লেখার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে সেই ডিজিটাল সাইনবোর্ডটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। কয়েক সেকেন্ডের এ ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগের মাধ্যমে নেটিজেনদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।

ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে দেখা যায়, গোলাপগঞ্জের চৌমুহনী এলাকার কুশিয়ারা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় রয়েছে নিরাময় ডেন্টাল কেয়ার। সেখানে স্থাপন করা একটি ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে ওঠে, ‘চাচা হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?’

গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, ‘মার্কেটের সাইনবোর্ডে এমন লেখা ভেসে ওঠার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মার্কেটটি বন্ধ পাই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে