রাহিব ফয়ছল, সিলেট প্রতিনিধি: সিলেটে হাজারো শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো মুহিবুর রহমান ফাউন্ডেশনের উদযোগে সুহৃদ বন্ধন। সুহৃদ বন্ধনে অংশগ্রহণ করেন সিলেট কমার্স কলেজ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ এবং মুহিবুর রহমান একাডেমির শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বুধবার সকাল ১০টায় এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহিবুর রহমান।
দিনভর শিার্থীদের হৈ হুল্লোড় আর আনন্দে মেতে উঠে পুরো এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড। নিজ শিক্ষা প্রতিষ্ঠানের এতো বড় পরিসরে সুহৃদ বন্ধনটি যেন পরিনত হয় মিলন মেলায়। অংগ্রহণকারী তিন শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিযোগীতার মাধ্যমে সেরাদের সেরা পরিচয় দেওয়ার চেষ্ঠা করেন শিক্ষার্থীরা। আড্ডা, কৌতুক, মঞ্চ নাটক আর শিার্থীদের গান বাঁজনায় বন্ধনটি রূপ নেয় উৎসবে।
প্রাণবন্ত এই উৎসব উপভোগ করেছেন আগত অভিভাবক ও অতিথিরাও। দুপুরের খাবারের পর স্থানীয় ও ঢাকা থেকে আগত অতিথি শিল্পীদেও নিয়ে শুরু হয় সাংস্কৃতীক অনুষ্ঠান। শিক্ষার্থীরা হাসলেন, হাসালেন এবং একে অপরকে উপহার দিলেন ’হৃদয়ের বন্ধন’ যা চিরো স্মরনীয় হয়ে থাকবে প্রতিটা শিার্থীর মাঝে।
শান্তি ও শৃঙ্খলার মধ্যদিয়ে সুহৃদ বন্ধনটি অনুষ্ঠিত করায় শিক্ষক -শিার্থীদের ধন্যবাদ জানিয়েছেন ‘মুহিবুর রহমান ফাউন্ডেশনের’ চেয়ারম্যান মুহিবুর রহমান।
সবশেষে রাতে র্যাফেল ড্র’ এর মধ্যদিয়ে সমাপ্ত ঘোষনা করা হয় মুহিবুর রহমান ফাউন্ডেশনের ‘সুহৃদ বন্ধন’।
২৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/ এইচএস/কেএস