শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৩৬:২৭

সিলেটে ছাত্রলীগ কর্মী হাবিব হত্যা মামলা, গ্রেফতার ১

সিলেটে ছাত্রলীগ কর্মী হাবিব হত্যা মামলা,  গ্রেফতার ১

রাহিব ফয়ছল, সিলেট প্রতিনিধি: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র কাজী হাবিব হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি নাহিদ হাসানকে মৌলভীবাজারে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে মৌলভীবাজার সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ১৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে আরও ১১ জনকে সাময়িক বহিষ্কার করা হয়।

গ্রেফতার নাহিদ হাসান সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমবিএ-এর ছাত্র। তিনি নগরীর সুবিদবাজার লন্ডনী রোডের ২/২ বাসার দুলাল হোসেনের ছেলে ও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা।

এর আগে গত ১৯ জানুয়ারি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগ কর্মী কাজী হাবিবুর রহমান খুন হন। ছাত্রলীগের অন্তর্কোন্দলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই খুন হন তিনি। এ ঘটনার পরের দিন হাবিবের বড় ভাই বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মোশাররফ হোসেন জানান,মামলার বাকি আসামিরা হলেন- ছাত্রলীগ নেতা হোসাইন মোহাম্মদ সাগর, ইলিয়াছ আহমদ পুনম, ইমরান খান, সুবায়ের আহমদ সুহেল, ময়নুল ইসলাম রুমেল, তুহিন আহমদ, আওয়াল আহমদ সোহান, আশিক, সায়মন ও নয়ন।
২৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে