শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৩১:৫০

আমের জুস খেয়ে প্রাণ গেল স্কুলছাত্রী খালা-ভাগনির

আমের জুস খেয়ে প্রাণ গেল স্কুলছাত্রী খালা-ভাগনির

সিলেট : জুস খেয়ে প্রাণ গেল স্কুলছাত্রী খালা-ভাগনির।  তারা দু’জনই অষ্টম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।  এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে সিলেটের জৈন্তাপুর উপজেলায়।  

জুস খাওয়ায় তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ।  শুক্রবার দুপুরে তাদের মৃত্যু হয়।

নিহতরা হচ্ছে কানাইঘাট উপজেলার ধলকিরাই গ্রামের ইমরানা বেগম (১৫) এবং জৈন্তাপুর উপজেলার পূর্বলক্ষ্মী প্রসাদ (পাতন) গ্রামের রসনা বেগম (১৪)।  তারা সম্পর্কে খালা-ভাগনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে জৈন্তাপুরের চতুলে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য দরবস্ত থেকে সিএনজি অটোরিকশায় (সিলেট-থ-১৩-১১১৪) ওঠে ইমরানা ও রসনা।  অটোরিকশায় বসে তারা জুস পান করে।  দরবস্ত ইউনিয়ন পরিষদের সামনে যাওয়ার পর ইমরানা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়।  এসময় রসনাও ছটফট করতে থাকে।

স্থানীয়রা তাদের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির এবং অফিসার ইনচার্জ (তদন্ত) জালাল উদ্দিন, এসআই মিন্টু চৌধুরী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল আহমদ স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান।

ওসি সফিউল কবির জানান, কি কারণে তাদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।  তবে জুস খেয়েছে তারা।  এতে বিষক্রিয়া থাকতে পারে।  সিএনজি অটোরিকশায় পাওয়া আমের জুসের রয়ে যাওয়া অংশ সংরক্ষণ করা হয়েছে।

তিনি বলেন, লাশ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
২৬ ফেব্রুয়ারি,২০১৬/ এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে