রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ০২:৪৪:৫০

অবশেষে গ্রেফতার ৭ মামলার আসামি সেই আওয়ামী লীগ নেতা

অবশেষে গ্রেফতার ৭ মামলার আসামি সেই আওয়ামী লীগ নেতা

এমটিনিউজ২৪ ডেস্ক : সিলেটে আওয়ামী লীগ নেতা মিসবাউল ইসলাম ওরফে কয়েসকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৭টি মামলা রয়েছে।

শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

গ্রেফতার কয়েস গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত নিমার আলীর ছেলে। তিনি বর্তমানে সিলেট নগরীর এয়ারপোর্ট থানার বড়শালা এলাকায় বসবাস করছেন।

পুলিশ জানায়, কয়েসের বিরুদ্ধে মারামারি, হত্যা চেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে মোট ৭টি মামলা রয়েছে। এর মধ্যে কোতোয়ালী মডেল থানায় ৬টি এবং দক্ষিণ সুরমা থানায় ১টি মামলা দায়ের রয়েছে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘গ্রেফতারকৃত কয়েস আওয়ামী লীগ নেতা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে