রাহিব ফয়ছল, সিলেট প্রতিনিধি: সিলেট সার্কিট হাউসে অগ্নিসিেকান্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল পৌণে ১১টার দিকে সার্কিট হাউসের নতুন ভবনের একটি ভিআইপি রুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সূত্রে জানা যায়- বুধবার সকালে হঠাৎ করে সার্কিট হাউসের নতুন ভবনের একটি রুম থেকে ধোঁয়া বের হতে দেখে কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস কর্মীরা সার্কিট হাউসে পৌঁছার আগেই আগুনের তীব্রতা আরো বেড়ে যায়।
সকাল সোয়া ১১টায় এ প্রতিবেদন তৈরির সময় ফায়ার সার্ভিসের একটি দল সার্কিট হাউসে এসে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখনো আগুন নেভানো সম্ভব হয়নি।
সার্কিট হাউসে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো কেউ বলতে পারছেন না। আগুন নেভানোর পর আলামত দেখে আগুনের সূত্রপাতের কারণ জানা সম্ভব হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস