সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৯:৩৬

যা বললেন শাবি ভিসি আমিনুল হক

যা বললেন শাবি ভিসি আমিনুল হক

সিলেট : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষকদের আন্দোলনের মাঝেও রোববার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডিমিক কাউন্সিলের বৈঠক করলেন ভিসি ড. আমিনুল হক ভুঁইয়া।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্দেশ আছে তার হ্যাম্পার করা যাবে না। আমরা মন্ত্রণালয়ের নির্দেশের মধ্যেই রয়েছি।  বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম, নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবেই এগিয়ে যাবে।

আমিনুল হক ভুঁইয়া বলেন, আমাকে বিশ্ববিদ্যালয়ে আসতে বেশ বেগ পেতে হয়েছে।  অ্যাসিসটেন্ট প্রক্টর আমাকে ভেতরে ঢুকতে সহযোগিতা করেছেন।  বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় দুই-তিনজন শিক্ষক আমাকে বাধা দেয়ার চেষ্টা করেছেন।  তাদের বাধা অতিক্রম করেই আমাকে ভেতরে ঢুকতে হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের মারধর করে ছাত্রলীগ কর্মীরা।  আন্দোলনরত শিক্ষকদের মধ্যে অন্তত সাত শিক্ষক মারধরের শিকার হন।

রোববার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল আন্দোলনরত শিক্ষকরা।  উপাচার্য আমিনুল হক ভুঁইয়া একইদিনে বিকেল ৩টায় অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠক ডাকলে বিশ্ববিদ্যালয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়। ­
৩০ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে