বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০২:০৫:৪২

দেড় কোটি টাকার বিলাসবহুল গাড়ির সাথে চিঠি রেখে পালালো মালিক

দেড় কোটি টাকার বিলাসবহুল গাড়ির সাথে চিঠি রেখে পালালো মালিক

সিলেট : দেড় কোটি টাকার গাড়ি রেখে পালালো মালিক। তবে গাড়ির সাথে রেখে গেছেন একটি চিঠিও। তাও আবার মধ্য রাতে ঘটে এই নাটকীয় ঘটনা। মঙ্গলবার রাত ২টার দিকে সিলেট শুল্ক গোয়েন্দা অফিসের সামনে থেকে বিলাসবহুল লেক্সাস গাড়িটি জব্দ করা হয়। কিন্তু কেন এই নাটকীয়তা?

শুল্ক ফাঁকি দিয়ে আনার কারণে গাড়িতে চিঠি রেখে পালান মালিক। শুল্ক গোয়েন্দা বিভাগের পরিচালক ড. মঈনুল খান জানান, গাড়িটির সাথে একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে গাড়িটি শুল্ক বিভাগে হস্তান্তরের কথা জানানো হয়েছে। বিলাসবহুল লেক্সাস গাড়ীটি ২০০৭ সালের তৈরি। চেসিস নম্বর জেটিজেএইচকে ৩১ইউ৬০২০১৫৭৮২। ইঞ্জিন নম্বর ২জিপিএ০৫৬৯৬৪। পাঁচ সিটের সিলভার রঙের এই গাড়ীটির আনুমানিক মূল্য দেড় কোটি টাকা বলেও জানান তিনি।

শুল্ক গোয়েন্দা বিভাগের পরিচালক বলেন, ‘গাড়ীটি ২০১১ সালে ইউকে থেকে কেনা। পরে গাড়িটি শুল্ক ফাঁকি দিয়ে দেশে এনে রেজিস্ট্রেশন ছাড়াই চালানো হচ্ছিল।’
২০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে