বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬, ০৮:৫৩:৫৭

সিলেটে ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙ্গে ফেলছে সিসিক

সিলেটে ঝুঁকিপূর্ণ ভবনগুলো  ভেঙ্গে ফেলছে সিসিক

রাহিব ফয়ছল,  সিলেট প্রতিনিধি: বৃহস্পতিবার নগরীর ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে অভিযানে নেমেছে সিলেট সিটি করপোরেশন। ভেঙ্গে ফেলেছে নগরীর তাঁতিপাড়া এলাকার  একটি তিন তলা বাসা।

এরকম অধিক ঝুঁকিপূর্ণের তালিকায় আছে নগরীর আরো ৩২ টি ভবন। সম্প্রতি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে এসব ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করে সিসিক। এই তালিকায় রয়েছে নগরীর রাজা ম্যানশন, মধুবন সুপার মার্কেট, সুরমা মার্কেটসহ বেশ কয়েকটি বিপনীবিতান।

তালিকায় মার্কেট ছাড়াও বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল, সরকারি-বেসরকারি স্থাপনাও রয়েছে।

সিলেট সিটি করপোরেশেনর প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, প্রতি সপ্তাহে এই অভিযান চলবে। তালিকায় থাকা সবকটি ঝুঁকিপূর্ণ ভবনই ভেঙ্গে ফেলা হবে।

সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা ভবনগুলো হলো- কালেক্টরেট ভবন-৩, সমবায় ভবন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, কাস্টমস ও ভ্যাট অফিস ভবন, জেলা এসএ রেকর্ড অফিস, সুরমা মার্কেট, বন্দর বাজার সিটি সুপার মার্কেট, জিন্দাবাজার রহমান প্লাজা, মিতালী ম্যানশন, সিলেট মডেল স্কুল এন্ড কলেজ, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, কারিগরী ইনস্টিটিউট, সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, মদিনা মার্কেট এলাকার কিছু বাসা-বড়ি, আজমীর হোটেল, মাহমুদ কমপ্লেক্স এর পেছনের বাসা, শেখঘাটের পুরাতন পাসপোর্ট অফিনের সাথের বাসা, সিলেট মদন মোহন কলেজের নবনির্মিত ভবন, মধুবন সুপার মার্কেট, পূর্বশাহী ঈদগাহের খান কুঞ্জ, কালাশীল এলাকার মান্নান ভিউ, শুভেচ্ছা-২২৬ শেখঘাট, চৌকিদেখীর সরকার ভবন, যতরপুরের নবপুষ্প ২৬/এ, জিন্দাবাজারের রাজা ম্যানশন, ভাতালিয়ার ১১৮ সীমানা দেয়াল, পুরাণ লেনের কিবরিয়া লজ, ভার্তখলার বাবর ট্রাভেলস ও খার পাড়া মিতালী-৭৪ নম্বর।
২১ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে