শুক্রবার, ০৬ মে, ২০১৬, ০৫:২৫:২২

গভীর রাতে মসজিদে মসজিদে মাইকিং

গভীর রাতে মসজিদে মসজিদে মাইকিং

ওয়েছ খছরু, সিলেট থেকে : মধ্যরাতে গভীর ঘুমে সবাই। হঠাৎ মাইকিং মসজিদে। পাড়ায় ডাকাত পড়েছে। জেগে উঠুন। প্রতিরোধে নামুন। এক মসজিদে নয়, সিলেট নগরীর কমপক্ষে ৩০টি মসজিদে মাইকিং। শুরু হয় আতঙ্ক। মোবাইল ফোন সচল হয়ে ওঠে। লাঠি হাতে দলে দলে লোকজন নেমে আসেন রাস্তায়। ডাকাত ধরতে শুরু হয় অভিযান। প্রতিটি পাড়ায় তন্ন-তন্ন করে খোঁজা হয় ডাকাত। পুলিশও তৎপর হয়ে ওঠে।

গোটা নগরীকেই ডেকে দেয়া হয় নিরাপত্তার চাদরে। পয়েন্টে পয়েন্টে তল্লাশি হয়। বুধবার সিলেটবাসী এমন বিনিদ্র রাত কাটিয়েছেন। ভোরের পর সিলেটের পাড়া মহল্লা নীরব হয়। তবে আতঙ্কের রেশ কাটেনি। গতকাল নগরীর বেশ কয়েকটি এলাকায় ডাকাত প্রতিরোধে রাত জেগে পাহারা বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আর পুলিশ প্রশাসন গত রাত থেকেই গোটা নগরীতে ডাকাত প্রতিরোধে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রবাসীর শহর সিলেট। রমজান, ঈদ সামনে রেখে সিলেটে ইতিমধ্যে আসতে শুরু করেছেন প্রবাসীরা।

চলছে ঈদের ব্যবসা-বাণিজ্যের প্রস্তুতি। এ কারণে এই মুহূর্তের ডাকাত আতঙ্কে বিশেষ করে প্রবাসীরা রয়েছেন তটস্থ। সিলেটে শীত মৌসুমে শহর ও শহরতলি, বর্ষা মৌসুমে হাওর ও নদী এলাকায় ডাকাতি হয়। কিন্তু গত দেড় বছর ধরে ডাকাতি নিয়ে সিলেটের মানুষের মনে আতঙ্ক চেপে বসেছে। এমন কোনো রাত নেই সিলেটে ডাকাতি হচ্ছে না। কোথাও না কোথাও ডাকাতরা হানা দিচ্ছে। এসব ডাকাতির ঘটনার অধিকাংশই মামলা হয় না। এ অবস্থায় ডাকাত প্রতিরোধে গত দেড় বছরে সিলেট মেট্রোপলিটন পুলিশের তেমন কোনো সফলতা লক্ষ্য করা যায়নি। প্রায় দুই মাস আগে চমক দেখিয়েছিল সিলেট জেলা পুলিশ।

বিশ্বনাথে একটি ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া এক ডাকাতের জবানবন্দির সূত্র ধরে সিলেট নগরীর কাজলশাহ এলাকা থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ ডাকাত দলকে গ্রেপ্তার করা হয়। প্রতিরাতেই সিলেট মেট্রোপলিটন এলাকায় এক থেকে দুটি ডাকাতি হয়েছে। এই অবস্থায় বুধবার রাত বদলে যায় দৃশ্যপট। রাত তখন একটা। এক যুগে সিলেট শহরতলির কুশিঘাট, মিরাপাড়া, টুলটিকর, পূর্ব শাপলাবাগসহ কয়েকটি এলাকার মসজিদে ডাকাত এসেছে বলে মাইকিং শুরু হয়।

মিরাপাড়া ও টুলটিকর এলাকার বাসিন্দা ইমরান আহমদ জানান, মসজিদে মাইকিং করা পরপরই দলবেঁধে লোকজন লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসেন। বুরহানউদ্দিন সড়কসহ কয়েকটি সড়কে তারা গলি রাস্তায়ও অবস্থান নেন। একটু পরেই এলাকায় আসে পুলিশ ও র‌্যাব। তারাও এলাকাবাসীকে সতর্ক থাকার কথা বলেন। তিনি বলেন, ফজরের নামাজের পর টহল শেষ করে লোকজন বাসায় ফিরেন। শহরের পূর্ব এলাকার কয়েকটি মসজিদে মাইকিংয়ের পর টিলাগড়, শিবগঞ্জ, হাতিমবাগ, সবুজবাগ, বালুচর, নয়াবাজার, সাদাটিকর, লামাপাড়া এলাকার কয়েকটি মসজিদে মাইকিং করা হয়।

আর মাইকিংয়ের পরপরই ওই সব এলাকার লোকজন রাস্তায় নেমে ডাকাত খুঁজতে থাকেন। শাহী ঈদগাহ এলাকার তুহেল আহমদ, চাশনীপীড় রোডের বাসিন্দা সাংবাদিক আশরাফ চৌধুরী রাজু জানিয়েছেন, ডাকাত ডাকাত বলে মসজিদের মাইকে ঘোষণা হওয়ার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসেন। এ সময় শাহী ঈদগাহ এলাকায় চৌকি বসিয়ে তল্লাশি করে পুলিশ ও র‌্যাব। খাসদবির এলাকার সোহাগ আহমদ জানিয়েছেন, রাতে তাদের এলাকা দিয়ে ডাকাত পালাতে দেখেছেন লোকজন। এ কারণে স্থানীয়রা রাস্তায় নেমে আসেন।

হাওলাদারপাড়া সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা মাসুম আহমদ জানিয়েছেন, মসজিদের মাইকে ঘোষণার পর পাড়ার সব মানুষ রাস্তায় নেমে আসেন। খোদ পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, সিলেট নগরীতে ডাকাত সদস্যরা ঘাপটি মেরে বসে আছে। তারা পরিকল্পনা করে ডাকাতি ঘটাতে পারে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে সেসব ডাকাত দলের সদস্যদের চিহ্নিত করা হয়েছে। তাদের নজরদারির মধ্যে রাখা হয়েছে। বুধবার রাতে ডাকাত আতঙ্কের খবরে নগরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

সিলেট নগরীর শেখঘাটের কাজিরবাজার সেতুর দুই পাশে বসানো হয় চেকপোস্ট। এর বাইরে কীন ব্রিজ, শাহজালাল সেতু, শাহপরান সেতু, টুকেরবাজার ব্রিজে চেকপোস্ট বসানো হয়। নগরীর সব প্রবেশমুখে চেকপোস্ট বসানো হয়। পাশাপাশি র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে নগরজুড়ে টহল জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি মাইক্রোবাস, বড় বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হয়। এতে বৃহস্পতিবার রাতে সিলেটের ওলিকুল শিরোমনি হজরত শাহজালাল (রহ.) মাজারে আসা লোকজন ভোগান্তির মধ্যে পড়েন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) রহমতুল্লাহও জানিয়েছেন, শহরবাসীর মতো পুলিশ কমিশনার কামরুল আহসানসহ সব সদস্য নির্ঘুম রাত কাটিয়েছেন। সবাই নেমে এসেছিলেন রাস্তায়। তিনি বলেন, প্রতিরাতেই সিলেটে ডাকাতি রোধে পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে, রাতভর ব্যাপক তল্লাশি, পাহারা বসানোর পর নগরীর চৌকিদিঘি ৬নং গলির ভিতরে লাক্কাতুরা চা বাগান থেকে ৩ ডাকাতকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। -এমজমিন

৬ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে