বুধবার, ১১ মে, ২০১৬, ০৬:৫৩:৩২

সিলেটে এগিয়ে ছেলেরা

সিলেটে এগিয়ে ছেলেরা

রাহিব ফয়ছল, সিলেট প্রতিনিধি: সিলেট প্রতিনিধি: সিলেট শিক্ষাবোর্ডে ছেলেদের জয়রথ ছুটছেই। এবারও এসএসসি পরীক্ষায় মেয়েদের চেয়ে ভাল করেছে ছেলেরা। গড় পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তি উভয় দিক থেকে এগিয়ে রয়েছে তারা।

এবার পরীক্ষায় ৩৭ হাজার ৬৭২ জন ছেলে পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৩২ হাজার ৩১৮ জন। ছেলেদের পাশের হার ৮৫ দশমিক ৭৯ ভাগ।

অপরদিকে ৪৬ হাজার ৭৭৬ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৯ হাজার ২৬৮ জন। মেয়েদের পাশের হার ৮৩ দশমিক ৯৫ ভাগ।

মোট জিপিএ-৫ প্রাপ্ত ২ হাজার ২৬৬ জনের মধ্যে ১ হাজার ২২৫ জন ছেলে ও ১ হাজার ৪১ জন মেয়ে।

এদিকে, ২০১৫ সালের এসএসসি পরিক্ষাতেও সিলেটে মেয়েদের চেয়ে এগিয়ে ছিলো ছেলেরা।গত বারের পরীক্ষায় ৩২ হাজার ৪৪৫ জন ছেলে পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছিল ২৬ হাজার ৯৬৬ জন। ছেলেদের পাশের হার ছিলো ৮৩ দশমিক ২০ ভাগ এবং ৩৯ হাজার ৭৪৩ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছিল ৩১ হাজার ৯৬৬ জন। মেয়েদের পাশের হার ছিলো ৮০ দশমিক ৭০ ভাগ।

মোট জিপিএ-৫ প্রাপ্ত ২ হাজার ৪৫২ জনের মধ্যে ছেলেদের সংখ্যা ছিলো ১ হাজার ৩৩৮ জন এবং মেয়েদের সংখ্যা ছিলো ১ হাজার ১১৪ জন মেয়ে।
১১ মে, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে