সোমবার, ১৬ মে, ২০১৬, ০৮:৩৯:৩৮

অবশেষে সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অবশেষে সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিলেট : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সমাবেশে ‌‘হামলাকারী’ সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই হামলায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ বেশ কয়েকজন আহত হন।

রোববার রাত পৌনে ১১টার দিকে শহরতলী বালুচরস্থ জোনাকী আবাসিক এলাকার শাহ আলম মেম্বারের বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নিপুকে গ্রেপ্তারে রোববার রাত সাড়ে ১০টা থেকে অভিযান শুরু করে শাহপরাণ থানা পুলিশ। অভিযানের এক পর্যায়ে বালুচরস্থ জোনাকী আবাসিক এলাকার শাহ আলম মেম্বারের বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিপুর বিরুদ্ধে কয়েকটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। শাহপরাণ থানার শাহজালাল মুন্সি নিপুকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিপিবি-বাসদের সমাবেশে হিরণ মাহমুদ নিপুর নেতৃত্বে হামলা এবং সিলেট শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী নজরুল হাকিমকে হত্যার হুমকির দেওয়ার অভিযোগ রয়েছে। ওই প্রকৌশলী হুমকি পেয়ে থানায় দু’টি জিডিও করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে কলেজের জায়গা দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
১৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে