শনিবার, ২৮ মে, ২০১৬, ০৯:৫৪:৪৩

সিলেটে সমানে সমান আ.লীগ-বিএনপি

সিলেটে সমানে সমান আ.লীগ-বিএনপি

রাহিব ফয়ছল, সিলেট প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম তিন ধাপে এগিয়ে ছিলো আওয়ামী লীগ, ৪র্থ ধাপে এসে বিএনপির জয়জয়কার আর শনিবার অনুষ্ঠিত পঞ্চম ধাপের নির্বাচনে সিলেটে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সমানে সমান লড়াই হয়।

এদিন নির্বাচন অনুষ্ঠিত হওয়া সিলেটের ১৪ ইউনিয়নের মধ্যে ৫টিতে আওয়ামী লীগ ও ৫টিতে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকী ৪ টিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ৩ জনই আওয়ামী লীগের বিদ্রোহী। বাকী একজন বিএনপির বিদ্রোহী।

ফলে বিদ্রোহীদের কারণে সমচেয়ে বেশি মাশুল দিতে হয়েছে ক্ষমতাসীন দলকে। বিদ্রোহীদের বহিস্কার করেও পরাজয় ঠেকাতে পারেনি দলটি।

শনিবার এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। রাতে প্রাপ্ত ফলাফল অনুযায়ী-
বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউপিতে আওয়ামী লীগ মনোনীত আনহার মিয়া, পূর্ব পৈলনপুর ইউপিতে আওয়ামী লীগের আবদুল মতিন, পশ্চিম গৌরীপুর ইউপিতে আওয়ামী লীগের আমিরুল ইসলাম, পূর্ব গৌরিপুরে আওয়ামী লীগের হিমাংশু রঞ্জন দাস বিজয়ী হয়েছেন।

এই উপজেলার দেওয়ানবাজার ও বালাগঞ্জ সদর ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী যথাক্রমে নাজমুল আলম ও মো. আবদুল মুমিন।

অপরদিকে, ওসমানীনগর উপজেলার ১নং উমরপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. গোলাম কিবরিয়া, ২ ন! সাদীপুরে বিএনপির আব্দুর রব, ৩ নং পৈলনপুর আওয়ামী লীগের বিদ্রোহী (আনারস) ইউনিয়নে আব্দুল হাফিজ এ মতিন, ৪নং বুরুঙ্গা বাজার ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী এমজি রসুল খালেক আহমদ লটই, ৫নং গোয়ালাবাজারে বিএনপির বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান মানিক, ৬নং তাজপুরে বিএনপির ইমরান রব্বানী, ৭নং দয়ামীর ইউনিয়নে বিএনপির এইচটি এম ফখর উদ্দিন, ৮নং উসমানপুর ইউপি আওয়ামী লীগের বিদ্রোহী মইনুল আজাদ ফারুক বিজয়ী হয়েছেন।
২৮ মে, ২০১৬ এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে