 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
সিলেট: নির্বাচনের আগের দিন শুক্রবার দুপুরে আকস্মিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আর পরদিন শনিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটে মেম্বার পদে জয়ী হয়েছেন তিনি। তার নাম আব্দুল মালেক (৪০)। চুনারুঘাট সদর ইউনিয়নে ৬ নং ওয়ার্ডের নির্বাচনে তিনি ৪৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধি অাইয়ুব আলী পেয়েছেন ৩৫৩ ভোট।
নির্বাচনের একদিন আগে মেম্বার প্রার্থী আব্দুল মালেকের আকস্মিক মৃত্যুর খবর শুনে সবাই ছুটে যায় তাকে এক নজর দেখতে। তার এ মৃত্যুর খবর মাইকিং করে সারা উপজেলায় জানিয়ে দেওয়া হয়। মীরেরপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মালেক এ বছর মোরগ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম তালুকদার সাংবাদিকদের জানান, নির্বাচন চলাকালীন কোন প্রার্থী মারা গেলে নির্বাচন স্থগিত হয় না। নির্বাচনে মৃত প্রার্থী জয়ী হলে পরবর্তীতে সেখানে উপ-নির্বাচন হবে। তাই আব্দুল মালেক সেখানে প্রার্থী ছিলেন।
৫ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম