 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
সিলেট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১মবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
 
বুধবার বিকেলে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
 
এবার ভর্তি কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নিয়াজ আহম্মেদ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ এইচ এম বেলায়েত হোসেন।
 
ভর্তি পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে  (www.sust.edu) পরবর্তীতে জানানো হবে।
২৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম