বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০১:০৩:৪৭

প্রকাশ্য রাস্তায় নারীকে পেটালেন ব্যবসায়ী

প্রকাশ্য রাস্তায় নারীকে পেটালেন ব্যবসায়ী

সিলেট : সিলেট নগরীর আম্বরখানায় এবার রাস্তায় ফেলে নারীকে পেটালেন এক ব্যবসায়ী। এ ঘটনায় পুলিশ ব্যবসায়ীকে থানায় নিয়ে গেলেও পরে ছেড়ে দেয়। তবে ওসির দাবি, তিনি উভয় পক্ষের মধ্যে সমঝোতা করে দিয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী তপু স্থানীয় আওয়ামী লীগ নেতা শেখ তোফায়েল আহমদ সেফুলের ভাই।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে আম্বরখানা সেন্ট্রাল প্লাজার সামনে নাজমা আক্তার (৩০) নামের এক নারীকে মাটিতে ফেলে মারধর করেন ব্যবসায়ী তপু। পরে আম্বরখানা পয়েন্টে কতর্ব্যরত হাবিলদার নাজিম উদ্দিন তপু ও নাজমাকে আম্বরখানা ফাঁড়িতে নিয়ে যান।

তপু জানান, আম্বরখানা সরকারি কলোনি-সংলগ্ন তপু টেইলার্সের স্বত্বাধিকারী তিনি। নাজমা তার টেইলার্সে কাজ করত। নাজমা সেলাই করে দেয়ার কথা বলে টেইলার্স থেকে কাপড় নিয়ে যায়। এরপর আর ফিরে আসেনি। মঙ্গলবার নাজমা টেইলার্সে এসে কাপড় ফেরত না দিয়ে উল্টো গালিগালাজ শুরু করায় তাকে আটক করেছেন।

তবে নাজমা বলেন, টেইলার্সে তিনি কাজ করতেন। কয়েক মাসের বেতন পাওনা রয়েছে। বারবার ধরনা দিয়েও বেতনের টাকা আদায় করতে পারছেন না। মঙ্গলবার টাকা নিতে এলে তপু তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। তিনি টেইলার্স থেকে বের হয়ে আসতে চাইলে তপু ধাওয়া করে রাস্তায় ফেলে তাকে মারধর করেন।

হাবিলদার নাজিম উদ্দিন বলেন, জনতা এক ব্যবসায়ী ও এক নারীকে ঘিরে রেখেছে দেখে দুজনকে ফাঁড়িতে নিয়ে যাই। এরপর আর কি হয়েছে জানা নেই।

হাবিলদার নাজিম উদ্দিন তপু ও নাজমাকে ফাঁড়িতে নিয়ে আসার কথা বললেও বিমানবন্দর থানার ওসি গৌসুল হোসেন বলেছেন ভিন্ন কথা।

তিনি বলেন, তপুর টেইলার্সে চাকরি করত নাজমা। সেলাইয়ের কথা বলে নাজমা কাপড় নিয়েছিল। কিন্তু পরে আর ফেরত দেয়নি। তপু তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে সমঝোতা করে নাজমাকে ছেড়ে দেয়া হয়।
৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে