 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
সিলেট : মেডিক্যালে ভর্তি পরীক্ষার বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার নেয়ার দাবিতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ৮টা থেকে তারা মেডিক্যাল কলেজের ফটকে অবস্থান দিয়ে স্লোগান দেন।
ফটকে পৌঁছার আগে পুলিশি বাধা উপেক্ষা করে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে ফটকের ভেতর থেকে কলেজের নিরাপত্তা কর্মীরা গেটে তালা ঝুলিয়ে দিলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা দুই ঘণ্টা অবস্থান শেষে পুলিশি বাধার কারণে চলে যান।
এদিকে সকাল থেকেই শুরু হয়েছে ওসমানী মেডিক্যাল কলেজে ভর্তি কার্যক্রম। ভর্তি প্রক্রিয়া বন্ধের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ফটকে অবস্থান নিলেও কলেজের ভেতরে ভর্তি কার্যক্রম চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
একদিকে ভর্তি কার্যক্রম অপরদিকে ভর্তি কার্যক্রম বন্ধের দাবিতে আন্দোলন করায় ওসমানী মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হলে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, গত ১৮ সেপ্টেম্বর মেডিক্যাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু এর আগে রাতেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। পরে তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এ ঘটনা ধামাচাপা দিতে তড়িঘড়ি করে ফলাফল প্রকাশ করা হয়।
এরপর থেকে পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষার দাবিতে আন্দোলন করে আসছেন ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবি আমলে না নিয়ে মঙ্গলবার সকাল থেকে সারাদেশে তিনদিনব্যাপী ভর্তি কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মেডিক্যাল কলেজের পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষার তারিখ ঘোষণার পূর্ব পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
জানা গেছে, ওসমানী মেডিক্যাল কলেজে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। আজ ৫০ ভাগ শিক্ষার্থী ভর্তি হতে পারে। তিনদিনের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ হবে।
প্রসঙ্গত, ওসমানী মেডিকেল কলেজে মোট আসন সখ্যা ১৯০।  এর মধ্যে এমবিবিএস ১৪০টি ও ডেন্টাল বিভাগে ৫০টি।  
২৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর