শনিবার, ১২ জুলাই, ২০২৫, ০১:৩৬:০৫

বিয়ে করতে এসে সাংবাদিকদের দেখে পালালেন ভারতীয় যুবক

বিয়ে করতে এসে সাংবাদিকদের দেখে পালালেন ভারতীয় যুবক

এমটিনিউজ২৪ ডেস্ক : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক বাংলাদেশি তরুণীর সঙ্গে এক ভারতীয় তরুণের বিয়ের আয়োজন চলছিল। সেখানে ছিলেন আরো দুই ভারতীয় নারী। তবে গোপন সূত্রে খবর পেয়ে সংবাদকর্মীরা বিয়ে বাড়িতে উপস্থিত হলে ভেস্তে যায় সব আয়োজন। পরিস্থিতি বেগতিক দেখে বর ও কনে দুজনই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

বৃহস্পতিবার রাতে উপজেলার ধনতলা ইউনিয়নের শিলপাটি গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নম্বর ধনতলা ইউনিয়নের শিলপাটি গ্রামের বাসিন্দা মো. জিয়ারুল ইসলামের মেয়ে নিশী আক্তারের (১৮) বিয়ের আয়োজন চলছিল তার নিজ বাড়িতে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই বিয়ের অনুষ্ঠানে অতিথি সমাগম শুরু হয়। 

তবে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় সংবাদকর্মীরা জানতে পারেন, এই বিয়েতে বরসহ তিনজন ভারতীয় নাগরিক উপস্থিত রয়েছেন এবং এটি একটি বাল্যবিয়ের প্রচেষ্টা হতে পারে।

খবর পেয়ে সংবাদ সংগ্রহের জন্য কয়েকজন সাংবাদিক ওই বিয়ে বাড়িতে যান। তাদের উপস্থিতি টের পেয়েই বিয়েবাড়িতে চাঞ্চল্য সৃষ্টি হয়। পরিস্থিতি বুঝতে পেরে বর জাবির হোসেন (২৬) ও কনে নিশী আক্তার তড়িঘড়ি করে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, বর জাবির হোসেনের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়, ঠিকানা আদগাছিয়া।

তার সঙ্গে কলকাতা থেকে আরো দুইজন নারী এসেছিলেন। তারা হলেন নাজীরা বেগম এবং জাহানারা বেগম। তাদের ঠিকানা হিসেবেও পাসপোর্টে পশ্চিমবঙ্গের কলকাতা উল্লেখ রয়েছে। এই তিনজন ভারতীয় নাগরিক বিয়ের উদ্দেশ্যেই বাংলাদেশে এসেছেন এবং প্রায় এক সপ্তাহ ধরে ওই এলাকায় অবস্থান করছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, কয়েক দিন ধরেই এই ভারতীয় অতিথিদের গ্রামে দেখা যাচ্ছিল।

তবে হঠাৎ করে বিয়ের এমন আয়োজন নিয়ে এলাকায় কানাঘুষা শুরু হয়। মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন কেউ কেউ। এর মধ্যেই সাংবাদিকরা উপস্থিত হলে পুরো আয়োজন পণ্ড হয়ে যায়।

এ বিষয়ে কনের বাবা জিয়ারুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে বাড়ির লোকজনও গণমাধ্যমকে এড়িয়ে চলছেন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত সরকার বলেন, ‘আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, কিন্তু তার আগেই বর ও কনে সেখান থেকে পালিয়ে যায়। ভারতীয় নাগরিকদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদের ভিসার ধরন এবং কী উদ্দেশ্যে তারা এখানে অবস্থান করছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে