আন্তর্জাতিক ডেস্ক : নবজাতক কন্যা হওয়ায় তাকে শ্বাসরোধে হত্যা করেছেন এক পাকিস্তানি বাবা। পরে শিশুটিকে বাড়ির উঠানের পাশে দাফন করেন তিনি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরের একটি গ্রামে রোববার এ ঘটনা ঘটে।
স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ শিশুটির বাবাকে গ্রেপ্তার এবং নবজাতকের মরদেহ কবর থেকে উত্তোলন করে।
নবজাতকের মা শামীম বিবি পুলিশকে জানান, শনিবার দিবাগত রাতে একটি ক্লিনিকে একটি কন্যা-সন্তানের জন্ম দেন তিনি। এ সময় তার বোন গোলাম ফাতিমা ও বোনের স্বামী মোহাম্মদ সারওয়ার তার সঙ্গে ছিলেন।
নবজাতককে নিয়ে বাড়িতে ফেরার পর শিশুটির বাবা শের আলম কন্যা-সন্তানের কথা শুনে ক্ষিপ্ত হয়ে উঠে মেয়েকে শ্বাসরোধে হত্যা করেন তিনি।
শামীম বিবি জানান, হত্যার পর তার স্বামী উঠানের পাশে কবর খুঁড়ে কন্যা-সন্তানকে দাফন করেন। এ সময় শের আলমের মনে বিন্দুমাত্র অনুশোচনা দেখা যায়নি। পরে তার বোন ফাতিমা পুলিশকে বিষয়টি জানান।
পুলিশ গিয়ে ইটভাটার শ্রমিক শের আলমকে গ্রেপ্তার ও নবজাতকের লাশ কবর থেকে উত্তোলন করে। শের আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। সূত্র : ডন নিউজ
৮ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম