আন্তর্জাতিক ডেস্ক: ক্রমশ কোনঠাসা হচ্ছে ইসলামিক স্টেট আইএস-এর জঙ্গিগোষ্ঠী। ইরাকে বোমা হামলায় নিহত হয়েছে আইএসের এক শীর্ষ স্থানীয় নেতা।
ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ কিরকুকে এই বোমা হামলা চালানো হয়েছে। স্থানীয় সূত্র থেকে জানানো হয়েছে, কিরকুকের পশ্চিমাঞ্চলে যাওয়ার পথে আইএস নেতা মোহাম্মদ নাসিফ আল-হোশকে বহনকারী গাড়ি বোমা বিস্ফোরণে উড়ে যায়।
অন্যদিকে, বোমা হামলায় জড়িতদের খুঁজে বের করার জন্য ওই এলাকায় অভিযান শুরু করেছে আইএস সদস্যরা। এদিকে, রোববার একই প্রদেশে ইরাকি বিমান বাহিনীর অভিযানে চার আইএস কমান্ডার নিহত হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা হাওজিজাহ’য় দায়েশের গুরুত্বপূর্ণ সদর দফতরগুলোর বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছিল।
০৮ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস