সোমবার, ০৮ আগস্ট, ২০১৬, ১১:৫৩:৪১

প্রধানমন্ত্রীর সেক্রেটারিদের বেতন কত, জানেন?

 প্রধানমন্ত্রীর সেক্রেটারিদের বেতন কত, জানেন?

আন্তর্জাতিক ডেস্ক : তথ্য জানার অধিকার আইনের অধীনে প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের মাসিক বেতনের অঙ্ক প্রকাশ করা হলো।  তালিকার শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রীর সচিব ভাস্কর খুল্‌ব।  তার মাসিক বেতনের পরিমাণ ২.০১ লাখ টাকা।

সোমবার দপ্তরের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর দপ্তরে কর্মরত কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে বেশি মাসিক বেতন পান বর্ষীয়ান আএএস আধিকারিক খুল্‌ব।  গত জুন মাসের বেতনের হিসাব এমনই তথ্য প্রকাশ করেছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব নৃপেন্দ্র মিশ্র, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং পি কে মিশ্র, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রধান সচিব সবাই মাসে ১,৬২,৫০০ টাকা বেতন পান।  সেই সঙ্গে রয়েছে পেনশন।  তারা সবাই অবসরপ্রাপ্ত সরকারি কর্মী।

প্রধানমন্ত্রীর দপ্তরে রয়েছেন ৬ জন যুগ্ম সচিব।  তারা হলেন তরুণ বাজাজ, বিনয়মোহন কোয়াত্রা, টি ভি সোমনাথন, এ কে শর্মা, অনরাগ জৈন এবং দেবশ্রী মুখোপাধ্যায়। এঁরা প্রত্যেকে মাসিক বেতন পেয়ে থাকেন ১.৫৫ লাখ টাকা থেকে ১.৭৭ লাখ টাকা।

প্রধানমন্ত্রীর দুই ব্যক্তিগত সচিব রাজীব টোপনো এবং সঞ্জীবকুমার সিংলা মাসিক বেতন পান যথাক্রমে ১.৪৬ লাখ টাকা এবং ১.৩৮ লাখ টাকা।

তথ্য আধিকারিক শরত্‍চন্দ্র এবং জনসংযোগ অধিকারিক জে এম ঠক্কর যথাক্রমে ১.২৬ লাখ টাকা এবং ৯৯,০০০ টাকা মাসিক বেতন পান বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সঙ্গী সঞ্জয় আর ভাবসর, যিনি অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) পদে দপ্তরে চিহ্নিত মাসে ১.১ লাখ টাকা বেতন পেয়ে থাকেন। তিনি ছাড়া আরও ৪ জন ওএসডি প্রধানমন্ত্রীর দপ্তরে কর্মরত।  তারা হলেন, হীরেন জোশি, প্রতীক দোশি, হেমাঙ্গ জানি এবং আশুতোষ নারায়ণ সিং।

সাবেক দুই প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি এবং মনমোহন সিংয়ের সচিবদের মাসিক বেতনের অঙ্কও ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

জানা গেছে, বাজপেয়ির সচিব এন সি ঝিংটা মাসিক বেতন হিসেবে ১.৪২ লাখ টাকা পেয়ে থাকেন। মনমোহনের সচিব জি মূরলীধর পিল্লাই মাসে ১ লাখ টাকা বেতন এবং পেনশন পান।

তথ্য জানার অধিকার আইনের ৪ নম্বর ধারায় প্রধানমন্ত্রীর দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতনক্রম প্রকাশ করা হয়েছে।  স্বচ্ছতা বজায় রাখতেই এ প্রয়াস বলে জানা গেছে।
৮ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে