আন্তর্জাতিক ডেস্ক : ঘরে বসেই জান্নাত লাভ! পশ্চিমা যুবকদের দলে টানতে নতুন প্রস্তাব জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের(আইএস)। সম্প্রতি মুক্তি পেয়েছে তাদের অনলাইন মুখপাত্র ‘দাবিক’। তাতে বলা হয়েছে, তাদের হয়ে কাজ করতে চাইলে দেশ ছেড়ে সিরিয়া আসার দরকার নেই। বরং নিজের দেশে বসেই সহজে হামলার ছক কষা যেতে পারে। নিশানায় পাশের বাড়ি থাকলেও ক্ষতি নেই।
শুধু নজর রাখতে হবে হামলার পরিকল্পনা যেন বেশি জটিল না হয়। হাতে অস্ত্র পেলেই ময়দানে নেমে পড়তে হবে। সহজ অথচ ফলপ্রসু হামলার ছক কষতে হবে। তাহলেই লক্ষ্যপূরণ হবে। সম্প্রতি মার্কিন যৌথবাহিনীর বিমান হানায় সিরিয়ায় কয়েক হাজার আইএস জঙ্গির মৃত্যুর হয়েছে। মাঝখানে জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার যে হিড়িক দেখা দিয়েছিল তাও এখন বন্ধ হয়ে গেছে। এতে করে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় জঙ্গি সংগঠনটি। তাই নতুন করে দলভারি করতেই এই আজব উদ্যোগ।
৯ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস