বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৩০:১১

নেপালে মোদি বিরোধী বিক্ষোভ

নেপালে মোদি বিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : নতুন সংবিধানের প্রশ্নে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলাচ্ছে ভারত। এই অভিযোগ তুলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি নিয়ে সোমবার বিক্ষোভ শুরু হয় নেপালে। সংবিধান অনুমোদন নিয়ে গত মাস থেকেই অশান্ত নেপাল। অাগস্ট থেকে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০ জনের।

বিশেষত, দেশের দক্ষিণে মদেশীয়দের দাবিদাওয়া নিয়ে আন্দোলনের জেরে সীমান্ত পেরিয়ে নেপালে ট্রাক ঢোকা বন্ধ করেছে ভারত। ভারত থেকে জ্বালানি তেল ঢুকতে না পারায় রবিবারই রাস্তায় গাড়ি চলাচল কমাতে নির্দেশ দিয়েছে সরকার। এই নিয়েই ক্ষুব্ধ কাঠমান্ডু। সোমবার মোদি বিরোধী এবং ভারত-বিরোধী স্লোগান দেয় বিক্ষোভকারীরা। এই ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়।

তবে সংবিধান নিয়ে অসন্তোষের জেরে নেপালের সঙ্গে বাণিজ্য বন্ধ রাখার কথা অস্বীকার করেছে ভারত। নয়াদিল্লির দাবি, প্রথমে নিরাপত্তার কথা মাথায় রেখে নেপালে ট্রাক ঢোকা বন্ধ রাখা হয়েছিল। পরে বিক্ষোভকারীরা রাস্তা বন্ধ করে দেয়। সোমবার দু’একটি ট্রাক ভিতরে ঢুকলেও সব্জি এবং জ্বালানি বোঝাই কয়েকশো ট্রাক এখনও সীমান্তের এ ধারে অপেক্ষা করছে। সোমবার থেকে নেপালে ভারতীয় চ্যানেলগুলির সম্প্রচারও বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে।

৩০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে