আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়াজুড়ে ছড়িয়ে পড়েছে সরকারবিরোধী বিক্ষোভ। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১০০ জন নিহত হওয়ার খবর দিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বিবিসি বলছে, মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, সবচে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটেছে বাহির দারে। সেখানে রোববার অন্ততপক্ষে ৩০ জন নিহত হন।
তবে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বাহির দারে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন।
সাম্প্রতিক মাসগুলোতে ইথিওপিয়ায় নজিরবিহীন প্রতিবাদ-বিক্ষোভের ঘটনা ঘটেছে। দেশটির অরোমো এবং আমহারা অঞ্চলের জনগণ রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের অভিযোগ করছেন।
অ্যামনেস্টি বলছে, অরমো অঞ্চলের বিভিন্ন শহরে রোববার জনগণের শান্তিপূর্ণ সমাবেশে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সরাসরি গুলি চালিয়ে ৬৭ জনকে হত্যা করে।
একই দিনে আমহারা অঞ্চলের রাজধানী বাহির দারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। সরকারবিরোধী পক্ষও একই সংখ্যক মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে।
হুঁশিয়ারি লঙ্ঘন করে অননুমোদিত বিক্ষোভ-সমাবেশের জন্য ‘কাছের ও দূরের শত্রুরাষ্ট্র এবং সামাজিক যোগযোগ মাধ্যমকর্মীদের’ উস্কানিকে দায়ী করেছে দেশটির সরকার ।
কর্তৃপক্ষের দাবি, বিক্ষোভকারীরা সরকারি ও জনগণের সম্পদ ধ্বংসের পাশাপাশি সহিংসতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। অনেক বিক্ষোভকারীকে গ্রেপ্তারও করা হয়েছে।
দেশটির সরকারের ঘনিষ্ঠমিত্র যুক্তরাষ্ট্র জানিয়েছে, সহিংসতার ঘটনায় তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন’। পাশাপাশি জনগণের প্রতিবাদ জানানোর অধিকারকে সম্মান জানানো উচিৎ বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র।
০৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম