আন্তর্জাতিক ডেস্ক : এই বছরের ফ্রেব্রুয়ারি মাসেই ভারতের অরুণাচলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেমন পুল। জুলাই মাস পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি।
অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী কালিখো পুলের রহস্য মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়াল। এদিন সকালে, তাঁর বাসভবন থেকে উদ্ধার করা হয় পুলের দেহ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মহ্ত্যা করেছেন অরুণাচলের সদ্য প্রাক্তন এই মুখ্যমন্ত্রী।
এই বছরের ফ্রেব্রুয়ারি মাসেই অরুণাচলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেমন পুল। জুলাই মাস পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। নবম টুকির ১২জন অনুগামী শিবির বদল করে তাঁকে সমর্থন করায় বিজেপি-র সমর্থনে মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন ৪৬ বছর বয়সি পুল। সুপ্রিম কোর্টের নির্দেশে মুখ্যমন্ত্রী পদ ছাড়তে হয় তাঁকে।
এদিন সকালে আটটা থেকে ন’টা মধ্যে বাড়ির মধ্যে থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন পুল।
শিশু অবস্থায় অনাথ হওয়া পুল নিজের মানসিক দৃঢ়তার জোরে রাজ্যের মুখ্যমন্ত্রী পদ পর্যন্ত পৌঁছেছিলেন। ২৩ বছর ধরে তিনি বিধায়ক ছিলেন। তার মধ্যে ২২ বছর একাধিক গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ছিলেন পুল। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। -এবেলা
০৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম