আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে নতুন ভিসা নীতি অনুমোদন করা হয়েছে। সোমবার জেদ্দায় আল-সালাম প্যালেসে মন্ত্রিপরিষদের বৈঠকে অনুমোদন দেয়া হয়।
সেখানে দুই মসজিদ- মসজিদে হারাম ও মসজিদে নববীর ভাইস খাদেম মোহাম্মদ বিন নায়েফ আল সৌদের সভাপতিত্বে একটি সংশোধনী পাস হয়।
এতে একটি একক এন্ট্রি ভিসার খরচ এখন ২০০০ সৌদি রিয়েল। একটি মাল্টিপল এন্ট্রি ভিসা ৬ মাসের জন্য খরচ ৩০০০ সৌদি রিয়েল।
এক বছরের জন্য একটি মাল্টিপল এন্ট্রি ভিসা খরচ ৫০০০ সৌদি রিয়েল। দুই বছর জন্য ৮০০০ সৌদি রিয়েল খরচ হবে।
প্রথমবারের জন্য হজ বা ওমরাহ তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে ভিসা; দ্বিতীয় সময় ২০০০ সৌদি রিয়েল। ফ্রি ট্রানজিট ভিসা অথবা শুধু সৌদি আরবের মাধ্যমে ক্ষণস্থায়ী যাতায়াতের জন্য ৩০০ সৌদি রিয়েল।
সমুদ্রবন্দরের মাধ্যমে সৌদি আরব ছাড়ার জন্য প্রস্থান ভিসা ফি ৫০ সৌদি রিয়েল। প্রস্থান/রি-এন্ট্রি ভিসা- দুই মাসের সর্বাধিক একটি একক ট্রিপের জন্য ২০০ রিয়েল। প্রতিটি অতিরিক্ত মাসের থাকার জন্য ১০০ রিয়েল।
তিন মাসের জন্য একটি একাধিক প্রস্থান/রি-এন্ট্রি ভিসা ফি ৫০০ সৌদি রিয়েল। প্রতিটি অতিরিক্ত মাসের জন্য ২০০ সৌদি রিয়েল।
এ খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে সৌদিতে অবস্থানত প্রবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
৯ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম