মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০১৬, ০৮:৩১:০৬

প্ল্যাটফরমে উড়ছে শুধু ৫০০ টাকার নোট!

প্ল্যাটফরমে উড়ছে শুধু ৫০০ টাকার নোট!

আন্তর্জাতিক ডেস্ক : তখন আটটাও বাজেনি। পশ্চিমবঙ্গের দুর্গাপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে রওনা দিয়েছে হাওড়া-ইন্দোর ডাউন শিপ্রা এক্সপ্রেস। হঠাৎ তাড়াহুড়া করে রেললাইনে লাফ দিলেন এক যুবক। পিছু পিছু প্ল্যাটফর্মে, রেললাইনে ছুটোছুটি শুরু করলেন আরো অনেকে। সোমবার দুর্গাপুর স্টেশনের ওই প্ল্যাটফর্মে তখন উড়ছে পাঁচশো টাকার নোট। তা ধরতেই এমন অবস্থা। পরে রেলপুলিশ মোট ৫২টি পাঁচশো টাকার নোট উদ্ধার করে।

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ট্রেনের কোনো যাত্রীর ব্যাগ থেকে নোটগুলি পড়ে যেতে পারে। হাওড়া-ইন্দওর ডাউন শিপ্রা এক্সপ্রেস আসার আগে যেহেতু কিছু পড়ে ছিল না, ফলে ওই ট্রেনেরই কোনো যাত্রীর টাকা হতে পারে বলে তাদের অনুমান। যদিও অত নোট ওইভাবে ছড়িয়ে পড়া আশ্চর্যের বলেও জানাচ্ছে পুলিশ। রেল পুলিশের দুর্গাপুর স্টেশনের আধিকারিক সঞ্জয় মোদি শুধু বলেন, এখনো পর্যন্ত কেউ এ বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি।

সোমবার ওই সময় ময়ুরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার ধরবেন বলে ওই প্ল্যাটফর্মেরই শেষ দিকে অপেক্ষা করছিলেন দুর্গাপুরের বি জোনের শিবপ্রসাদ দত্ত। তিনি জানান, হঠাৎ দেখতে পান প্ল্যাটফর্ম ও রেললাইনে কিছু নোট পড়ে আছে। আরো দু’এক জন ততক্ষণে সেগুলি কুড়াতে শুরু করে দিয়েছেন। রেললাইনে নেমেও পড়েছেন কেউ কেউ। শিবপ্রসাদবাবুও এগিয়ে গিয়ে দেখেন সব পাঁচশো টাকার নোট। খবর পৌঁছয় রেলপুলিশের কাছে। দৌড়ে আসেন প্ল্যাটফর্মে কর্তব্যরত রেলপুলিশ। নোটগুলি ফেরত দিয়ে দিতে বলেন। পড়ে থাকা আরো বেশ কিছু নোট উদ্ধারও করেন। উদ্ধার হয় মোট ২৬ হাজার টাকা।

তবে পুলিশ পৌঁছনোর আগে কেউ কেউ নোট নিয়ে পালিয়ে যান বলেও প্রত্যক্ষদর্শীদের দাবি। এরপরে শুরু হয় নোটগুলি আসল না নকল তা খতিয়ে দেখা। দেখা যায়, সবই আসল নোট। রেলপুলিশের প্রাথমিক অনুমান, নোটগুলি শিপ্রা এক্সপ্রেস থেকেই পড়েছে। কারণ তার আগে কেউ স্টেশনে নোট পড়ে থাকতে দেখেননি। কিন্তু ওই ট্রেনের কোনো যাত্রী কেন এভাবে স্টেশনে নোটগুলি ফেলে দিলেন, না কি বেখেয়ালে পড়ে গেল তা অস্পষ্ট।

রেলপুলিশের এক কর্মকর্তা জানান, কারো টাকার ব্যাগ পড়ে যেতেই পারে। কিন্তু সেক্ষেত্রে টাকাগুলি ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম। কারণ, ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। চলন্ত ট্রেন হলে বাতাসে উড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তা ছাড়া রাত পর্যন্ত কোনো যাত্রী নোটগুলির মালিকানা দাবি না করায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটছে না বলেও পুলিশের দাবি।-আনন্দবাজার
৯ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে