আন্তর্জাতিক ডেস্ক : জাকির নায়েকের সংগঠনের এক কর্মী সহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করল মুম্বাই পুলিশ। কেরালার নিখোঁজ বাসিন্দা জনৈক আশফাকের বাবার অভিযোগের ভিত্তিতে সোমবার নাগপড় থানায় এই মামলা দায়ের করা হয়েছে। এই তালিকায় রয়েছে জাকির নায়েকের সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের কর্মী আরশাদ কুরেশি, রিজওয়ান খান।
এছাড়া আরো দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এরমধ্যে, আইএস জঙ্গিগোষ্ঠীতে এদেশের যুবকদের নিয়োগ করার অভিযোগে আরশাদ কুরেশি ও রিজওয়ান খানকে আগেই গ্রেফতার করেছিল কেরালা পুলিশ। মারিয়ম নামে কেরালার এক মহিলা আচমকা নিখোঁজ হওয়ার পর তার ভাই এবিন জেকব পুলিশের কাছে রিপোর্ট করেন।
তিনি জানান, তার বোনের স্বামী বেস্টিন ও কুরেশি ইসলাম ধর্ম গ্রহণ করে আইএস-এর হয়ে লড়াই করার জন্য তার ওপর চাপ দিত। জানা যায়, স্বামীকে নিয়ে মারিয়ম আইএস-এ যোগ দিতে সিরিয়া গিয়েছে। তদন্তে উঠে আসে কুরেশির নাম।
পুলিশ জানতে পারে, সে মুম্বাইতে রয়েছে। এরপর গত ২১ জুলাই, যৌথ অভিযানে কুরেশিকে গ্রেফতার করে কেরালা ও মহারাষ্ট্র পুলিশ এটিএস। একইভাবে, আশফাকের বাবাও ছেলের নিখোঁজ হওয়ার ডায়েরি করেন। কেরালা থেকে নিখোঁজ হওয়া ২১ জন যুবাদের মধ্যে ছিলেন আশফাক, যারা সম্ভবত আইএস-এ যোগ দিয়েছেন বলে সন্দেহ।-কলকাতা
৯ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই