আন্তর্জাতিক ডেস্ক : একটি প্রাণীর ভয়ে দিশেহারা বিশেষজ্ঞরা। এটির হাত থেকে বাঁচতে নানা কৌশল নির্ধারণ করতে এখন ব্যস্ত সময় পার করছেন তারা। তারা অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে একটি সম্মেলন যোগ দিচ্ছেন। সেখানে প্রায় ৭০ জন বিশেষজ্ঞ নতুন নতুন প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করবেন।
সেই প্রাণীটি আসলে হাঙ্গর। সারা বিশ্বের হাঙ্গর বিশেষজ্ঞরা সিডনিতে একত্রিত হচ্ছেন কিভাবে হাঙ্গরের হাত থেকে বাঁচা যায় সেটা নিয়ে কথা বলতে।
সাম্প্রতিক মাস গুলোতে হাঙ্গরের কামড়ে হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় তারা এই সম্মেলন করতে যাচ্ছে। এ বছরে এখন পর্যন্ত নিউ সাউথ ওয়েলসে ১৩ টি দুর্ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞরা বলছেন মানুষ যে হাঙ্গরের আক্রমণের শিকার হচ্ছে ক্রমাগত ভাবে এর বেশ কিছু কারণ রয়েছে।
অস্ট্রেলিয়া এবং অন্য সমুদ্র সৈকতে মানুষ সাতার কাটতে যাচ্ছে বেশি, বিশেষ করে যারা সার্ফার তাদের ক্ষেত্রে বেশি হচ্ছে।
এই সম্মেলনে যদি হাঙ্গরের আক্রমণের শিকারের কোন আশংকা দেখা দেয় তাহলে সম্ভাব্য কি কি করনীয় সেসব বিষয় ঠিক করা হবে।
একই সাথে স্মার্ট ফোনে একটি বিশেষ অ্যাপ চালু করা, এমনকি সমুদ সৈকতের কাছাকাছি পানির নিচে পরিবহনযোগ্য প্লাস্টিকের পাতলা দেওয়াল করার কথা বলা হচ্ছে, যাতে হাঙ্গর সৈকতের কাছাকাছি না আসে। তবে যেসব প্রতিরোধের কথা বলা হচ্ছে তার মধ্যে একটি অন্তত কার্যকর হতে পারে।
সেটি হল কোন স্থানে হাঙ্গর আছে সেটা সনাক্ত করার প্রোগ্রাম। সম্প্রতি হাঙ্গরের আক্রমণ বেড়ে যাওয়াতে মানুষের মধ্যেও হাঙ্গর মেরে ফেলার একটা সর্মথনের কথা শোনা যাচ্ছে।
অস্ট্রেলিয়ার এই ‘তারোঙ্গা জু’ বৈঠক তার প্রেক্ষিতেই হচ্ছে যাতে হাঙ্গরও বাঁচে এবং মানুষের যেন কোন ক্ষতি না হয়। সূত্র: বিবিসি
৩০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস