বুধবার, ১০ আগস্ট, ২০১৬, ০১:০৯:০২

ব্রিটেনের তৃতীয় শীর্ষ ধনীর হঠাৎ মৃত্যু

ব্রিটেনের তৃতীয় শীর্ষ ধনীর হঠাৎ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ৬৪তম ধনী ও ব্রিটেনের তৃতীয় শীর্ষ ধনী জেরাল্ড ক্যাভেনডিশ গ্রোসভিনর হার্ট অ্যাটাকে মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার ল্যাঙ্কাশায়ারে রয়েল পিটারসন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফোবর্স ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জেরাল্ড ক্যাভেনডিশ ১০.৮ বিলিয়ন ডলারের সম্পত্তির মালিক ছিলেন যা বাংলাদেশি টাকায় প্রায় ৮৫,০০০ কোটি টাকা। তিনি ব্রিটেনের তৃতীয় শীর্ষ ধনী ছিলেন।

তার সম্পত্তির মধ্যে লন্ডনে বাকিংহাম প্রাসাদের কাছে বেলগ্রাভিয়া এলাকায় ১৯০ একর জমি রয়েছে। চার সন্তানের মধ্যে হুগ গ্রোসভিনরকে নিজের উত্তরাধিকারি মনোনয়ন করে গেছেন জেরাল্ড।

গ্রোসভিনর পরিবারের এক মুখপাত্র জানিয়েছেন, তার (জেরাল্ড) পরিবারের সব সদস্য মৃত্যুর বিষয়টি জানেন। তারা গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।

বার্কিংহাম প্রাসাদের মুখপাত্র বলেছেন, ‘ ডিউক অব ওয়েস্টমিনস্টারের বিষয় রানী জানেন তা আমি নিশ্চিত করছি। রানী ও ডিউক অব এডিনবার্গ পৃথক শোকবার্তা পাঠিয়েছেন।’ -ডেইলি মেইল
১০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে