বুধবার, ১০ আগস্ট, ২০১৬, ০২:৩৫:১২

চাঞ্চল্যকর তথ্য ফাঁস, ‘রক্ত আর মৃত্যু’র দুঃস্বপ্নে আত্মঘাতী হয়ে উঠছে শিশু শরণার্থীরা

চাঞ্চল্যকর তথ্য ফাঁস, ‘রক্ত আর মৃত্যু’র দুঃস্বপ্নে আত্মঘাতী হয়ে উঠছে শিশু শরণার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নাউরুতে অবস্থিত এক অস্ট্রেলিয়ার আটক কেন্দ্রে থাকা শরণার্থী শিশুরা ‘রক্ত আর মৃত্যু’র দুঃস্বপ্নে প্রতিদিন আত্মঘাতী হয়ে উঠছে। অস্ট্রেলিয়া সরকারের ফাঁস হওয়া অভ্যন্তরীণ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

সম্প্রতি অস্ট্রেলিয়ার অভিবাসন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তৈরি ২ হাজারেরও বেশি অভ্যন্তরীণ প্রতিবেদন ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে আটক থাকা অভিবাসন প্রত্যাশীদের শোচনীয় অবস্থা তুলে ধরেছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। নাউরু ফাইলস দেখিয়েছে, কী করে প্রতিদিন আতঙ্কিত শিশুরা জেগে ওঠে রক্ত আর মৃত্যুর দুঃস্বপ্ন নিয়ে।

ফাঁস হওয়া প্রতিবেদন বিশ্লেষণ করে গার্ডিয়ান জানিয়েছে, আতঙ্ক ঘিরে ধরেছে নাউরুর শিশুদের। আতঙ্কে তারা সবসময় কেবল ‘রক্ত আর মৃত্যুর’ দুঃস্বপ্ন দেখতে থাকে। তাদের অনেকেই আত্মহত্যাপ্রবণ হয়ে উঠেছে।

এক শিশুকে সুঁই দিয়ে হাতে ‘হৃদয় চিহ্ন’ আঁকতে দেখা গেছে। সে কেন এমন করছে তা জানতে চাওয়া হলে, ‘জানি না’ বলেছিল শিশুটি।

নাউরুর আটককেন্দ্রে বিভিন্ন নির্যাতন ও নিপীড়নের ঘটনা নিয়ে অস্ট্রেলিয়া ও নাউরু সরকার এতদিন গোপনীয়তা রক্ষা করায় এর নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। অবশ্য অস্ট্রেলিয়া সরকার বলছে, প্রতিবেদনগুলোর অনেকগুলোর অভিযোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে বলেও জানানো হয়েছে। -বাংলা ট্রিবিউন
১০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে