বুধবার, ১০ আগস্ট, ২০১৬, ০৩:২৮:১৭

ভারতকে চীনের কড়া হুঁশিয়ারি : আর নাক গলাবে না

ভারতকে চীনের কড়া হুঁশিয়ারি : আর নাক গলাবে না

আন্তর্জাতিক ডেস্ক : ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছে চীন। ভারত যেন চীনের বিষয়ে আর না নাক গলায় এ নিয়ে কড়া কথা বলেছে চীন।

ভারত সফরে আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তার আগে চীনা সরকারি সংবাদপত্রে এই ভাবেই হুঁশিয়ারি দিল ভারতকে। যা নিয়ে নতুন করে চাপ বেড়েছে চীন এবং ভারতের সম্পর্কের উপর।

চীনের সরকারি সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’-এ একটি নিবন্ধে লেখা হয়েছে, ‘‘ভারত যদি চায় চীনে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যগুলির রফতানি শুল্ক কম থাকুক, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক আরো জোরদার হোক।

ওই মিডিয়ায় আরও বলা হয়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াঙ ই’র ভারত সফরের সময় দিল্লি এটা বোঝানোর চেষ্টা করুক যে, দক্ষিণ চীন সাগর নিয়ে অযথা নাক গলানো তারা বন্ধ করবে।

ভারত যদি মনে করে, ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের ওপরে বেইজিং শুল্ক হ্রাস করলে তার রফতানি বাণিজ্য বাড়বে, তা হলে যে ইস্যুতে দিল্লির নাক না গলালেও চলে, সে ব্যাপারে দিল্লি আরো সতর্ক হোক। যাতে এই গুরুত্বপূর্ণ সময়ে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক আরো খারাপ না হয়ে যায়।’’
১০ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে