আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধের জন্য আমেরিকার কাছ থেকে মোটা অংকের ট্যাংক ও অস্ত্র কিনছে সৌদি আরব। ইয়েমেন তিন মাসের মধ্যে প্রথম সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট আবার বিমান হামলা শুরু করেছে।
এমন খবরের পরে আমেরিকার সাথে ওই করার পথে হাঁটছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের কাছ থেকে সৌদি আরব ১.১৫ বিলিয়ন ডলারে অস্ত্র, মেশিন গান এবং অন্যান্য সামরিক সমঞ্জাম কিনছে সৌদি আরব।
এই খবর প্রকাশ করেছে পেন্টাগন। ডিফেন্স সিকিউরিটি করপোরেশন এজেন্সির (ডিএসসিএ) তথ্য মতে, রিয়াদ ১৩৩টি এমআইএ১/এ২ আবরামস ট্যাংক কিনতে চাইছে।
এছাড়া ১৫৩.৫০ ক্যালিবারের মেশিন গান, ২৬৬টি ৭.৬২ এমএম মেশিন গান, স্মোক গ্রেনেড লাঞ্চার, সাজোয়া যানও কিনতে যাচ্ছে দেশটি।
১০ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর