আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সেকেন্ড ইন কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, হিজবুল্লাহর এক লাখের অধিক ক্ষেপণাস্ত্র ইসরাইলকে হামলার জন্য প্রস্তুত রাখা হয়েছে। ইহুদিদের উৎখাত ও তাদের আস্তানা ধ্বংস করতে প্রস্তুত রয়েছে ইরান। যদি ইসরাইল ফিলিস্তিনের প্রতি ভুল পদক্ষেপে এগিয়ে যায়, তাহলে তাদের হামলার মুখোমুখি হতে হবে।
সোমবার এ খবর দিয়েছে হাফিংটনপোস্ট। তবে সালামি কবে কোথায় এমন হুঁশিয়ারি দেন, তার কিছুই জানায়নি পত্রিকাটি।
এ হুঙ্কারের মাধ্যমে ইরান ও ইসরাইলের মধ্যে সম্পর্কের বৈরিতা আরো বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে।
এর আগে মে মাসে আইআরজিসির সিনিয়র উপদেষ্টা আহমদ কারিমপুর বলেছিলেন, ইরানের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি নির্দেশ দিলে মাত্র ৮ মিনিটে ইসরাইলকে ধ্বংস করে দিতে পারে তেহরান।
১০ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ