আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ভয়ে আফগানিস্তানে অস্ত্রপাতি ফেলে পালিয়েছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সদস্যরা। ফেলে যাওয়া মার্কিন বাহিনীর অস্ত্র, বুলেট, আইডি কার্ড ও ম্যাগাজিন এখন আইএসের হাতে।
সম্প্রতি সেসব ছবি ইন্টারনেটে প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠীটি। মঙ্গলবার বিষয়টি স্বীকার করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। পেন্টাগন মুখপাত্র অ্যাডাম স্টাম্প বলেন, আমাদের সৈন্যরা মারাত্মক হামলার মুখে পড়ে আত্মরক্ষায় নিরাপদ স্থানে গিয়েছিল। এ খবর জানিয়েছে এএফপি ও সিএনএন।
সম্প্রতি আফগানিস্তানে তালেবানের পাশাপাশি আইএসের হামলা বেড়ে গেছে। গত মাসে কাবুলে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৮০ জন নিহত ও ২৩১ জন আহত হয়। সন্ত্রাসবিরোধী লড়াইয়ে আফগান বাহিনীকে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী।
অ্যাডাম স্টাম্প জানান, এক অপারেশনে আফগান সেনাবাহিনীকে সহায়তা দিতে গিয়ে মার্কিন বিশেষ বাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছে।
মার্কিন নেতৃত্বাধীন আইএসবিরোধী জোটের প্রধান মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল চার্লস ক্লিভল্যান্ড মঙ্গলবার বলেন, গত ২৫ জুলাই আফগানিস্তানের পূর্বাঞ্চলে মার্কিন বাহিনীর সদস্যরা কার্যকর শত্রু হামলার মুখে পড়ে। এতে মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা তাদের অবস্থান ছেড়ে নিরাপদ আশ্রয়ে যান। সে সময় তাদের সঙ্গে থাকা কিছু অস্ত্রপাতি ও সরঞ্জাম সেখানে থেকে যায়।
পেন্টাগন মুখপাত্রের মতে, বিপজ্জনক স্থান সিসিপিতে (কজালটি কালেকশন পয়েন্ট) যৌক্তিক কারণেই মার্কিন সেনা সদস্যরা তাদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে অস্ত্র সরঞ্জাম কুড়াতে যেতে পারে না। এ কারণে কিছু মার্কিন অস্ত্র, বুলেট, সেনা আইডি কার্ড ও ম্যাগাজিন আইএসের হস্তগত হয়েছে বলে তিনি জানান। তিনি দাবি করেন, এ ঘটনায় আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অবস্থান দুর্বল হয়ে যায়নি।
১১ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস