বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬, ০৬:১৯:০৫

কাশ্মীর ভারতের অভ্যন্তরিন বিষয় নয় : নওয়াজ শরিফ

কাশ্মীর ভারতের অভ্যন্তরিন বিষয় নয় : নওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক : আরো একবার কাশ্মীর ইস্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এবং তিনি বলছেন, কাশ্মীরের জন্য কথা বলে নিজেকে ভাগ্যবান মনে করছেন।

এই সময়ই তিনি বিতর্কিত মন্তব্যটি করে বলেন, কাশ্মীর ভারতের অভ্যন্তরিন বিষয় নয়। সংযুক্ত রাষ্ট্র সংস্থার এক বৈঠকে নিজেদের রণনীতি তৈরির বৈঠকে তিনি এসব কথা বলেন।

শরিফ বলেন, কাশ্মীরিদের দুর্দশা এবং তাদের লড়াই সম্পর্কে আন্তর্জাতিক পর্যায়ে আমরা বলবই। কাশ্মীরিদের যে নিজেদের কোনো অধিকার নেই সেটাকে জাতিসংঘের ব্যর্থতা বলে সম্মোধন করে তিনি বলেন, পাকিস্তান চেষ্টা করবেই।

প্রসঙ্গত, গত সপ্তাহে নওয়াজ শরিফ বলেছিলেন, কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের নতুন রেখা দেখা যাচ্ছে। তিনি কাশ্মীরে আহতদের চিকিৎসার জন্য অনুমতি চেয়ে সংযুক্ত রাষ্ট্রকে ভারতের উপর চাপ বাড়াতেও বলেছিলেন।

তার এই বয়ান এসেছিল হাফিজ সাঈদ কাশ্মীরে একটি চিকিৎসক দল পাঠাতে বলার পরই। হিজবুল জঙ্গি বুরহান বানির মৃত্যুর পর পাকিস্তানে কালা দিবস পালন করার আহ্বান জানিয়ে ছিলেন পাকিস্তানী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। অন্যদিকে হাফিজ স্বাধীনতার দাবি তুলে মিছিলও বের করে।

১১ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস‌‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে