বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬, ১০:২৩:২৪

কলকাতায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানেই ম্যালেরিয়া ও ডেঙ্গির চাষ!

কলকাতায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানেই ম্যালেরিয়া ও ডেঙ্গির চাষ!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতরে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গড়িয়াহাট আইটিআই’য়ের ক্যাম্পাসে গিয়েই চোখ কপালে পুর প্রতিনিধিদের। সেখানে যত্রতত্র জমে থাকা জলে থিকথিক করছে ‘অ্যানোফেলিজ’ ও ‘এডিস’ মশার লার্ভা। অর্থাৎ, ম্যালেরিয়া এবং ডেঙ্গির প্রসূতিভূমি!

বুধবার দুপুরে বালিগঞ্জে গড়িয়াহাট আইটিআই ক্যাম্পাস পরিদর্শনে গিয়েছিলেন কলকাতা পৌরসভার স্বাস্থ্যবিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়।

স্থানীয় সূত্রের খবর, এদিন ক্যাম্পাসের পরিবেশ দেখে ক্ষুব্ধ অতীন ওই ওয়ার্ডের ভেক্টর কন্ট্রোল বিভাগের দু’জন আধিকারিককে ধমক দেন। গোপাল মহাপাত্র এবং কল্যাণকুমার পাত্র নামে ওই দু’জন আধিকারিককে ‘শো কজ’ও করেন।

পুরসভা সূত্রের খবর, কয়েকদিন ধরেই আইটিআই চত্বরে জল এবং জঞ্জাল জমে ওঠা নিয়ে অভিযোগ যাচ্ছিল পুর কর্তৃপক্ষের কাছে। তার ভিত্তিতে আইটিআই কর্তৃপক্ষকে নোটিসও দেয় পুরসভা। অভিযোগ, সেই নোটিস নিতে অস্বীকার করেছিলেন আইটিআই কর্তৃপক্ষ। এদিন অবশ্য তাঁরা সেই অভিযোগ অস্বীকার করেন।

ক্যাম্পাস পরিষ্কার করার বিষয়ে আইটিআই কর্তৃপক্ষ তৎপর না হলে পুরসভা আইনি ব্যবস্থা নেবে বলে এদিন জানিয়েছেন অতীন। তাঁর কথায়, যে ক’টি জায়গা পরিদর্শন করেছি, তার মধ্যে এখানকার অবস্থাই সবচেয়ে খারাপ। কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। পুরসভার স্বাস্থ্য আধিকারিকদেরও নজর এড়িয়ে গিয়েছে।

মেয়র পারিষদের পরিদর্শন চলাকালীনই সেখানে যান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। জানান, প্রয়োজনে বিধায়ক তহবিলের টাকায় তিনি ওই প্রতিষ্ঠান পরিষ্কার করিয়ে দেবেন। সুব্রতের কথায়, একটি সরকারি প্রতিষ্ঠান থেকে মশাবাহিত রোগ ছড়াবে, সেটা কোনওমতেই মেনে নেওয়া যায় না। -এবেলা
১১ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে