আন্তর্জাতিক ডেস্ক : যে সব যে দেশে মুক্তি পাচ্ছে 'পোকেমন গো', সেখানকার আট থেকে আটান্ন একেবারে সেঁটে যাচ্ছে স্মার্টফোনে৷ কোথায় লুকিয়ে আছে পোকেমন প্রাণী তার খোঁজে পার্ক থেকে রেস্তোরাঁ, রাস্তা থেকে হাসপাতাল, বন্দর থেকে ব্যারাক...সব জায়গাতেই ঢুকে পড়ছে 'পোকেমন গো' খেলোয়াড়রা৷ তাই সব দেশেই নগর প্রশাসন এই খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে বিশেষ চিন্তিত৷ বর্তমানে থাইল্যান্ড সরকার কড়া অবস্থান নিয়েছে পোকেমন গো খেলা নিয়ে৷
দেশটির এক সরকারি বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, 'মিলিটারি ব্যারাকে যদি এই খেলা কেউ খেলে, কিংবা খেলতে খেলতে ঢুকে পড়ে, তাহলে তার হাজতবাস নিশ্চিত৷ এমনকি পোকেমন গো খেলোয়াড়কে তিন বছর পর্যন্ত কারাগারে থাকতে হতে পারে৷'
সরকারিভাবে এও বলা হয়েছে, থাইল্যান্ডে রাস্তাঘাট মোটেও অন্যমনস্ক পথচারীদের জন্য উপযুক্ত নয়৷ পোকেমন গো খেলতে-খেলতে কেউ রাস্তায় হাঁটলে সেই খেলোয়াড় যেমন দুর্ঘটনাগ্রস্ত হতে পারে, তেমন তা স্বাভাবিক যান চলাচলের জন্যও ক্ষতিকর৷ তাই সরকারি উপদেশ, নিজের বুদ্ধি ব্যবহার করে পোকেমন গো খেলুক থাইল্যান্ডবাসী৷ অল্পবয়সী ছেলেমেয়েরা যাতে পোকেমন গো নিয়ে মেতে না ওঠে, সেইজন্য বাবামায়ের প্রতিও অনুরোধ জানিয়েছে সরকার৷
ঘটনা হল, পোকেমন গো 'রিয়েলিটি অগমেন্টেড গো'৷ মোবাইল কিংবা ট্যাবের জিপিএস আর ক্যামেরা ব্যবহার করে পর্দায় ফুটে ওঠে বাস্তবে যা দেখা যাচ্ছে, তার কোথায় পোকেমন প্রাণীরা লুকিয়ে রয়েছে৷ ফলে ওই ডিভাইস মারফত কোন নিষিদ্ধ বা স্ট্র্যাটেজিক এলাকার অবস্থান আর খুঁটিনাটি জেনে ফেলাও অসম্ভব নয়৷ সম্ভবত সেই কারণেই মিলিটারি ব্যারাকে পোকেমন গো খেলায় নিষেধাজ্ঞা থাই সরকারের৷
১১ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম