বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬, ০৩:৩৭:৪৯

ভয়াবহ দাবানলে হুমকির মুখে মার্সেই

ভয়াবহ দাবানলে হুমকির মুখে মার্সেই

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ দাবানলে হুমকির মুখে পড়েছে ফ্রান্সের মার্সেই শহর। দাবানলে শহরটির বেশ কিছু বাড়ি পুড়ে গেছে। আগুনের লেলিহান শিখা ক্রমশঃ শহরের দিকে আসায় সেখানকার কয়েকশত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

শহরের উত্তর দিকের ঝোপঝাড়পূর্ণ এলাকা থেকে আগুন শহরের দিকে ছড়িয়ে পড়ছে। শহরের দিকে আগুন ছড়িয়ে পড়া আটকাতে দেড় হাজারেরও বেশি দমকলকর্মী কাজ করছেন।

মার্সেইয়ের ডেপুটি মেয়র জুলিয়েন রুয়াস জানিয়েছে, শহরের উত্তরাংশের আবাসিক এলাকাগুলো রক্ষায় কিছু ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

ফায়ারব্রেকার তৈরি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, যদি এগুলো পার হয়ে আগুন এপাশে চলে আসে তাহলে তা মার্সেইয়ের উত্তরাংশের আবাসিক এলাকাগুলোতে ছড়িয়ে পড়বে। আগুন এগিয়ে আসছে, দ্রুত এগিয়ে আসছে।

দাবানল নিয়ন্ত্রণে নিয়োজিত আকাশযানগুলোকে পথ করে দিতে মার্সেই বিমানবন্দরমুখী উড়োজাহাজগুলো ঘুরপথে যাচ্ছে।

ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, দাবানলে পুড়ে মার্সেইয়ের ২৫ কিলোমিটার উত্তরের শহর ভিট্রলেসে এবং নিকটবর্তী পেনাস-মিরাব্যুতে ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এ দুটি শহরের কয়েকশ' বাসিন্দা ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

ভিট্রলেসের জরুরি বিভাগ এক বিবৃতিতে বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। বিশাল আগুন বিস্ফোরকের মতো খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এর পথে যা পাচ্ছে সব পুড়িয়ে ছাই করে দিচ্ছে।

ভিট্রলেস ও পেনাস-মিরাব্যু থেকে ওঠা ঘন ধোঁয়া জোর বাতাসে মার্সেইয়ের দিকে ধাবিত হয়ে এর আকাশ ছেয়ে ফেলছে।

পর্তুগাল ও দেশটির পর্যটন দ্বীপ মাদেরিয়াতেও দাবানল ছড়িয়ে পড়েছে। মাদেরিয়াতে তিনজন নিহত ও এক হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। এছাড়া দেশটির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলে আরও একজনের মৃত্যু হয়েছে।
১১ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে