বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬, ০৫:০৪:৪২

ভারত থেকে আরো বেশি হেলিকপ্টার চায় আফগানিস্তান

ভারত থেকে আরো বেশি হেলিকপ্টার চায় আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের MI-25 হেলিকপ্টারকে স্বাগত জানিয়েছিল আফগান ফোর্স। কিন্তু এবার প্রয়োজন আরো বেশি। আরো কয়েকটি MI-25 হেলিকপ্টার প্রয়োজন আফগানিস্তানের। আফগানিস্তানের মার্কিন ফোর্সের কমান্ডার জেনারেল জন নিকোলসন জানিয়েছে, ‘যত দ্রুত সম্ভব ওই হেলিকপ্টার প্রয়োজন আফগান সেনার। এসে পৌঁছলেই কাজে লাগানো হবে সেগুলি। অন্যদিকে, পাকিস্তানকে মাথায় রেখে আফগান নিরাপত্তায় ভারতকে বেশি মাথা গলাতে বারণ করে আমেরিকা।

ভারত সফরে এসে জেনারেল নিকোলসন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশ সচিব এস জয়শঙ্কর ও প্রতিরক্ষা সচিব মোহন কুমারের সঙ্গে কথা বলেন। নিকোলসন জানান, ‘আফগান নিরাপত্তা বাহিনীকে আমরা ঢেলে সাজাচ্ছি। তার জন্য প্রয়োজন আরও এয়ারক্রাফট। কিছু পুরনো রাশিয়ান মডেলের এয়ারক্রাফটকে নতুন রূপ দেয়া হচ্ছে।’

এদিকে, আফগান নিরাপত্তায় ভারতের অবদান নিয়ে চিন্তিত পাকিস্তান। আফগানিস্তানে লস্কর-ই-তইবার উপস্থিতি রয়েছে বলে উল্লেখ করেছেন নিকোলসোন। তার দাবি লস্করকে ঠেকানোর সবরকম ব্যবস্থা করছে আফগান সেনা। যদিও আফগানিস্তানের কুনারেই জন্ম লস্করের। কিন্তু বর্তমানে আইএসআই-এর সমর্থনেই চলে এই সংগঠন।
১১ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে