আন্তর্জাতিক ডেস্ক : শুধুমাত্র সন্দেহের বশে ফের এক কিশোরকে গুলি করে হত্যা করল মার্কিন পুলিশ। স্থানীয় সময় বুধবার রাতে লস অ্যাঞ্জেলসে এই ঘটনা ঘটে। ১৪ বছরের মেক্সিকান কিশোর জেস রোমেরো-কে পরপর দুটি গুলি করে দায়িত্বে থাকা পুলিশ অফিসার। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরের। এই ঘটনায় ফের জাতি বিদ্বেষের অভিযোগ স্পষ্ট হলো মার্কিন পুলিশের বিরুদ্ধে।
বুধবার রাতে দেওয়ালে স্প্রে গান দিয়ে গ্র্যাফিটি আঁকছিল ১৪ বছরের জেস রোমেরো। মেক্সিকান বংশদ্ভূত রোমেরো আগামী ২৪ আগস্ট ১৫ বছরে পা রাখতো। দুই পুলিশ অফিসারকে ঘটনাস্থলে দেখে ছুটতে শুরু করে সে। পুলিশের বয়ান অনুযায়ী, দৌড়তে দৌড়তে এক অফিসারকে লক্ষ্য করে নাকি গুলি চালিয়ে দেয় সে। এরপরই তার দিকে পরপর দুটি গুলি চালায় পুলিশ।
কিন্তু প্রত্যক্ষদর্শীরা এই বয়ানের সঙ্গে একমত নন। লস অ্যাঞ্জেলস টাইমসে স্থানীয় বাসিন্দা এক মহিলা জানিয়েছেন যে গোটা ঘটনাই তার চোখের সামনে ঘটে। ছেলেটি ছুটতে ছুটতে রিভলবার বার করেছিল, এ কথা সত্যি। কিন্তু গুলি না করে পিস্তলটা সামনের ঝোপে ছুঁড়ে ফেলে দেয় সে। এরপর গুলির আওয়াজ শোনা যায়। ছেলেটি চমকে ফিরে তাকালে পরপর দুটি গুলি চালায় পুলিশ। এরপরই মাটিতে লুটিয়ে পড়ে জেস।
লস অ্যাঞ্জেলস পুলিশের দাবি যে ছেলেটিকে দেখে তার বয়স অন্তত ২০ বলে মনে হয়েছিল। মার্কিন পুলিশের পোশাকেই ক্যামেরা ফিট করা থাকে। সেই ভিডিও ক্লিপিংস দেখে ঠিক কী ঘটেছিল, তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন। এই ঘটনায় সোশ্যাল নেটওয়ার্কিং-এ মার্কিন পুলিশের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। চলতি বছরে লস অ্যাঞ্জেলস পুলিশের গুলিতে এই নিয়ে ১২ জনের মৃত্যু হলো।-টাইমস অফ ইন্ডিয়া
১১ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই