আন্তর্জাতিক ডেস্ক :বিশ্বব্যাপী আলোচিত সেই এডওয়ার্ড স্নোডেন এবার যুক্ত হয়েছেন খুদে ব্লগিং সাইট টুইটারে। তার এ্যাকাউন্টটি ভেরিফাইও করেছেন টুইটার কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপদ সংস্থায় আড়ি পেতে তথ্য ফাঁস করে আলোচিত মার্কিন সাবেক কর্মকর্তা স্নোডেনের অনুসারীর সংখ্যা অনেক থাকলেও টুইটারে শুধু একটি এ্যাকাউন্টকেই অনুসরণ করেন।
আর এ্যাকাউন্টটি হল খোদ এনএসএর। যে প্রতিষ্ঠানে স্নোডেন একসময় চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। একের পর এক সেই প্রতিষ্ঠানটির গোপন তথ্য ফাঁস করে বোমা ফাটিয়েছিলেন স্নোডেন।
বর্তমানে সাময়িকভাবে রাশিয়ার আশ্রয়ে রয়েছেন স্নোডেন। তবে তার বিরুদ্ধে এখনো মার্কিন মুলুকে অভিযোগের খাঁড়া ঝুলছে।
এনএসএ ছাড়াও এক সময় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সঙ্গে ঠিকাদার হিসেবে কাজ করতেন স্নোডেন। কাজ করতে গিয়ে এনএসএর গোপন নজরদারি কর্মসূচি সম্পর্কে জানতে পারেন তিনি।
এ সব তথ্য নিজের কাছে রেখে দেন স্নোডেন। পরে তার পরিচয় হয় ব্রিটেনের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ানের সাংবাদিক গ্লেন গ্রিনওয়ার্ল্ডের সঙ্গে।
২০১৩ সালে হংকং যান তিনি। সেখান থেকেই গ্রিনওয়ার্ল্ডের মাধ্যমে গার্ডিয়ানে একের পর এনএসএর গোপন নজরদারির তথ্য ফাঁস করতে থাকেন স্নোডেন। পরে রাশিয়ায় আশ্রয় নেন তিনি।
৩০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস